এডুকেশন টাইমস
১৭ মার্চ ২০২৪, ১০:৩৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে কুবিতে বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্প

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

রোববার (১৭ মার্চ) বেলা একটার দিকে উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈনের উদ্বোধনের মাধ্যমে ক্যাম্পে সেবা প্রদান শুরু হয়। এবার মোট পাঁচটি বুথে পাঁচজন অভিজ্ঞ চিকিৎসক সেবা দিচ্ছেন রোগীদের।

ফ্রি মেডিক্যাল ক্যাম্পে বাচ্চার জন্য চিকিৎসা নিতে আসা মোছা. আকলিমা বেগম বলেন, ‘আমার মেয়ের কাশি কয়েকদিন ধরে। এখানে বিনামূল্যে ডাক্তার দেখাতো পারবো শুনে নিয়ে আসলাম। ডাক্তার খুব ভালোভাবে দেখেছেন এবং প্রেসক্রিপশনও দিয়েছেন।’

ক্যাম্পের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগের শিক্ষার্থী মো. শাহীন মিয়া বলেন, ‘আমাদের মতো শিক্ষার্থীদের পক্ষে শহরে গিয়ে অভিজ্ঞ ডাক্তার দেখানো অনেক কষ্টসাধ্য ব্যাপার। আমরা আজকে ক্যাম্পাসে বিনামূল্যে এই সেবা পাচ্ছি। এবং এখানে সেবার মানও ভালো।’

চিকিৎসা সেবা দিতে আসা মেডিক্যাল অফিসার ডা. মনিরুজ্জামান বলেন, ‘মাননীয় উপাচার্যের আমন্ত্রণে আমরা এসেছিলাম। আমরা এখানে দিনব্যাপী রোগী দেখবো। আমরা মনে করেছিলাম রোগী হয়তো তেমন আসবে না। তবে এখানে এসে দেখি রোগীর সংখ্যা সন্তোষজনক।’

তিনি আরও বলেন, ‘পাঁচটি বুথে এখানে আমরা পাঁচজন চিকিৎসক চর্ম, যৌন, মেডিসিন, শিশু, ডায়াবেটিস বিষয়ক রোগের চিকিৎসা দিচ্ছি।’

এ ব্যাপারে উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, ‘আমরা গতবছর ১৭ মার্চ এই আয়োজন করেছিলাম এবারও করেছি। বঙ্গবন্ধু সারা জীবন শোষিত নিপিড়ীত মানুষের জন্য কাজ করেছেন। তার জন্মদিনে আমরা বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে তাঁর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করার চেষ্টা করেছি। আজকে শিশু দিবসও আছে। সে জন্য শিশুদের কথা চিন্তা করে চিকিৎসকদের যে দল এসেছে তাদের মধ্যে আমরা শিশু চিকিৎসকও রেখেছি। আজকের পর যে এই সেবা বন্ধ হয়ে যাবে এমনটা নয়। আমাদের মেডিক্যাল সেন্টার সব সময় বহিরাগতদেরও সেবা দিবে।

এ ব্যাপারে বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান জানান, ‘আমাদের মাননীয় উপাচার্য মহোদয় গত বছরও এই সেবার আয়োজন করেছিলেন এবারও করেছেন। পুরো ভাবনাটা তারই। বিশ্ববিদ্যালয়ের আশেপাশের দুস্থ মানুষদের সেবার জন্য আমাদের এই আয়োজন। আমরা এতে ভালো সাড়াও পেয়েছি। এখানে কয়েকজন বিশেষজ্ঞ ডাক্তার আমরা এনেছি যারা নিরলসভাবে সেবা দিবেন।’

এসআই/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্গাপূজার ছুটি একদিন বাড়ানো হবে: মাহফুজ আলম

ববি ছাত্রদলের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত

বন্যা পরবর্তী ত্রান ও পুনর্বাসন কার্যক্রম চালাচ্ছে শাবির ট্যুরিস্ট ক্লাব

নোবিপ্রবিতে চাঁদাবাজ ও শিক্ষার্থী নির্যাতনকারী ছাত্রলীগের তালিকা প্রকাশ

বন্ধুদের গাজা ট্রিট দিতে গিয়ে নোবিপ্রবিতে চার বন্ধু আটক

ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে বুটেক্সে প্রতিবাদ সমাবেশ

জালালাবাদ ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা

ইবির আই.আই.ই.আর এর পরিচালক ড. ইকবাল হোছাইনের দায়িত্ব গ্রহণ

হলের ডাইনিংয়েও ছাত্রলীগের লাখ টাকার চাঁদাবাজি

আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে চবি ছাত্রদলের মৌন মিছিল

১০

গবিতে ‘পাবলিক স্পিকিং’ বিষয়ক কর্মশালা

১১

নানামুখী সংকটে পাবিপ্রবির পরিসংখ্যান বিভাগ; সেশনজটে শিক্ষার্থীরা

১২

পাবিপ্রবি’র রসায়ন সমিতির নতুন কমিটি প্রকাশ

১৩

রাবি হবে মুক্তবুদ্ধি চর্চার গণতান্ত্রিক ক্যাম্পাসের প্রাণকেন্দ্র: রাবি ছাত্রদল আহ্বায়ক

১৪

শহীদ আবরার ফাহাদ জুলাই বিপ্লবের ভিত্তি স্থাপনকারী: রাবি শিবির সভাপতি

১৫

প্রধান শিক্ষককে অপসারণের দাবিতে নীলফামারীতে মহাসড়ক অবরোধ

১৬

কে এই বিতর্কিত ম্যাজিস্ট্রেট উর্মি?

১৭

বিতর্কিত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুমকে সাময়িক বরখাস্ত

১৮

৮ দিনের ছুটিতে যাচ্ছে কুবি

১৯

ইবি শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী হেনস্তাসহ অভিযোগের পাহাড়, চাকরিচ্যুতের দাবিতে ফটকে তালা

২০