শাবিপ্রবি প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১দফা দাবি আদায়ের কর্মসূচি ‘অসহযোগ আন্দোলন’ সফল করতে বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল কার্যক্রম বন্ধ রাখতে হুঁশিয়ারি দিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা।
রবিবার (৪ আগস্ট) সকালে শিক্ষার্থীদের পক্ষ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শাবিপ্রবির সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব এই হুঁশিয়ারি দেন।
তিনি বলেন, যদি কেউ অফিস খুলে কার্যক্রম পরিচালনা করে তাদের লিস্ট করা হবে। সেই লিস্ট অনুযায়ী আমারা তাদেরকে নব্য রাজাকার হিসেবে আখ্যায়িত করা হবে।
ছাত্র আন্দলনের আরেক সমমন্বয়ক ফয়সাল হোসেন বলেন, আজকে থেকে শাবিপ্রবির সব কিছু বন্ধ থাকবে। যদি কেউ অফিস খোলার চেষ্টা করে তাদের শিক্ষার্থীরা অবাঞ্চিত ঘোষণা করা হবে।
এসআই/
মন্তব্য করুন