ইবি প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাদ্দাম হোসেন হল শাখা ছাত্রলীগ।
রবিবার (১৭ মার্চ) বেলা সাড়ে ১১টায় ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করে সংগঠনটির নেতাকর্মীরা।
এ সময় সাদ্দাম হোসেন হল প্রভোস্ট ও গণিত বিভাগের অধ্যাপক ড. আসাদুজ্জামান ও শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মৃদুল হাসান রাব্বীসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
কর্মসূচি বিষয়ে মৃদুল হাসান রাব্বী বলেন, বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে আমরা ৩০ প্রজাতির ১০৪টি বৃক্ষরোপণ করার পরিকল্পনা নিয়েছি। এখন গরমকাল, তাই গাছ বাঁচিয়ে রাখার একটা সংশয় রয়েছে। আজকের যে কর্মসূচি নেওয়া হয়েছে সেটি বছরব্যাপী অব্যাহত থাকবে।
এসআই/
মন্তব্য করুন