spot_img

পদত্যাগপত্র জমা দিয়েছে শাবিপ্রবির প্রাধ্যক্ষ বডি ও প্রক্টরিয়াল বডি

এসম্পর্কিত আরো পড়ুন

শাবিপ্রবি প্রতিনিধি: শিক্ষার্থীদের দেওয়া আল্টিমেটামের মধ্যেই পদত্যাগপত্র জমা দিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রক্টরিয়াল বডি ও ছয়টি আবাসিক হলের প্রাধ্যক্ষ এবং সহকারী প্রাধ্যক্ষরা।

বৃহস্পতিবার (৮ আগস্ট) রেজিস্ট্রার বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছেন প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান চৌধুরী।

- বিজ্ঞাপন -

তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সকল সদস্য, হলের প্রভোস্ট, সহকারী প্রভোস্ট সকলে আমরা রেজিস্ট্রার বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছি। আমরা সকলে একমত হয়েই এই সিদ্ধান্ত নিয়েছি।

তবে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমান বলেন, আজ সকাল ১০টা থেকে দুইটা পর্যন্ত বেগম সিরাজুন্নেছা চৌধুরী হল ও বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রাধ্যক্ষ ও সহকারী প্রাধ্যক্ষদের পদত্যাগপত্র পেয়েছি।’ বাকিদের পদত্যাগপত্র বিকেল ৪টার পর্যন্ত রেজিস্ট্রার পাননি বলে জানিয়েছেন।

আল্টিমেটামের নির্ধারিত সময়ের মধ্যেই পদত্যাগপত্র জমা দিলেন আবাসিক হলের প্রাধ্যক্ষও প্রক্টরিয়াল বডির সদস্যরা। তবে এখনো উপাচার্য, উপ-উপাচার্য পদত্যাগ পত্র জমা দেয়নি বলে জানা যায়।

এই বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন বলেন, আমার পদত্যাগপত্র প্রস্তুত আছে। দেশ স্বাভাবিক হলেই রাষ্ট্রপতি বরাবর পদত্যাগ পত্র জমা দিব।

শিক্ষার্থীদের আল্টিমেটাম ও পদত্যাগের বিষয়ে জানতে চাইলে উপ-উপাচার্য গণমাধ্যমে বলেন, আমি শিক্ষার্থীদের আল্টিমেটাম বিষয়ে অবগত নই। এসময় তিনি জানান, অন্তবর্তীকালীন সরকারের সিদ্ধান্তকে আমি প্রাধান্য দিব। প্রয়োজনে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে পরবর্তী  সিদ্ধান্তের দিকে যাবো।

এ বিষয়ে জানতে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদকে একাধিকবার মুঠোফোনে কল দিলেও সাড়া মেলেনি।

উল্লেখ্য, এর আগে গতকাল বুধবার বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলনের শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার্থীদের পক্ষে আগামী ২৪ ঘণ্টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, প্রক্টরসহ দপ্তরগুলোর প্রশাসকদের পদত্যাগ করার আল্টিমেটাম দেন।

এসএস/

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img