spot_img

সুন্দর ক্যাম্পাস গড়‌তে বাকৃবি শিক্ষার্থী‌দের সাত দফা দা‌বি

এসম্পর্কিত আরো পড়ুন

বাকৃ‌বি প্রতি‌নি‌ধি: বৈষম‌্য বি‌রোধী ছাত্র আ‌ন্দোল‌নের এক দফা দা‌বি আদায়ের পর বাংলা‌দেশ কৃ‌ষি বিশ্ব‌বিদ‌্যাল‌য়ে (বাকৃ‌বি) সুন্দর ক্যাম্পাস গড়তে আ‌ন্দোলনরত শিক্ষার্থীরা সাত দফা দা‌বি উপস্থাপন ক‌রে‌ছেন।

বুধবার (৮ আগস্ট) আ‌ন্দোলনকারীরা উপাচার্য এবং শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট ওই দাবিগু‌লো পেশ করে। তাঁদের দাবিগুলো হলো-

- বিজ্ঞাপন -

১. ক্যাম্পাসে সকল ধরনের শিক্ষক, ছাত্র, কমকর্তা ও কর্মচারী রাজনীতি বন্ধ ঘোষণা করে আগামী রবিবারের মধ্যেই জরুরি সিন্ডিকেট সভায় পাশ করাতে হবে।
২. হলগুলো খুলে দেওয়া এবং একাডেমিক কার্যক্রমের ঘোষণা আগামী রবিবারের মধ্যে দিতে হবে।
৩. ভার্সিটি প্রশাসন ও হল প্রশাসন সাধারণ শিক্ষার্থীদের সাথে বসে গঠন করতে হবে।
৪. মেয়েদের হলসহ ক্যাম্পাসের সকল হল নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে।
৫. বহিরাগত দ্বারা ক্ষয়ক্ষ‌তি প্রশাসনকে বহন করতে হবে।
৬. আন্দোলনকারীদের হয়রানি করা, যেকোনো পক্ষ থেকে হোক তা বন্ধ করতে হবে।
৭. ক্যাম্পাসে থাকা অবস্থায় যেসকল ছাত্র, শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারী সাধারণ শিক্ষার্থীদের উপর বিভিন্নভাবে নির্যাতন করেছে, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে।

এসএস/

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img