spot_img

অস্থিতিশীলতা নিয়ন্ত্রণে সচেষ্ট গবি শিক্ষার্থীরা

এসম্পর্কিত আরো পড়ুন

গবি প্রতিনিধি: দেশজুড়ে চলমান অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় সম্মিলিত ভাবে কাজ করছে গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৮ আগস্ট) সকাল থেকেই গণ ভবন পরিষ্কার, জাতীয় সম্পদ রক্ষা, ট্রাফিক নিয়ন্ত্রণ সহ চাঁদাবাজি রুখতে অবস্থান কর্মসূচি পরিচালনা করছেন তারা।

- বিজ্ঞাপন -

ছাত্র জনতার গণঅভ্যুত্থান দীর্ঘ শাসনের অবসান ঘটিয়ে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। পতনের পরপরই শুরু হয় অস্থিতিশীল অবস্থা। উত্তেজিত জনতা গণ ভবন, সংসদ ভবন, বিভিন্ন রাষ্ট্রীয় স্থাপনাসহ বিভিন্ন স্থানে ভাংচুর চালান। ধ্বংসযজ্ঞ থেকে পুনরুদ্ধার করতেই পুনরায় মাঠে নেমেছে শিক্ষার্থীরা।

সকালে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে সমন্বয় করে বিশ্ববিদ্যালয়ের ২০ জন শিক্ষার্থীর একটি টিম গণ ভবন পরিষ্কারের কাজে অংশগ্রহণ করেন।

অন্যদিকে, সাভারের নবীননগর এলাকার ট্রাফিক সিগন্যাল নিয়ন্ত্রণে দিনব্যাপী কাজ করেছেন অন্য একটি দল। শিক্ষার্থীরা দায়িত্ব হাতে নেওয়ার পর থেকেই ট্রাফিক ব্যাবস্থাপনা নিয়ন্ত্রণে এসেছে। দায়িত্বশীল শিক্ষার্থীদের দুপুরে খাবার-পানি এবং ছাতা দিয়ে সহযোগিতা করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

দুপুরে বিশ্ববিদ্যালয়টির বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বর্বর হত্যাকাণ্ডের সাথে জড়িতদের অতিদ্রুত ট্রাইব্যুনাল গঠন করে বিচারের আওতায় আনার দাবিতে মানববন্ধনে অংশগ্রহণ করেন।

এসময় আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের উপর রাষ্ট্রীয় পয়সায় কেনা অস্ত্র চালানো এবং হত্যাকারীদের বিচারের দাবীতে দ্রুত ট্রাইবুনাল গঠন করে ন্যায়বিচার প্রতিষ্ঠার আহ্বান জানান এই শিক্ষার্থীরা।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মবিরতি ঘোষণার পর থেকেই একদল সুবিধাবাদী চক্র সক্রিয়ভাবে বিভিন্ন স্থানে চাঁদবাজি করছে। দূর্বৃত্তদের রুখে দিতে সমন্বয়কদের নির্দেশনা অনুযায়ী নবীনগর, পল্লীবিদ্যুৎ, আশুলিয়াসহ বিভিন্ন জায়গায় নিরাপত্তা কার্যক্রম সহ জনসচেতনতা নিশ্চিতে মাঠে নেমেছে আরেকটি দল।

বিভিন্ন স্থানে দায়িত্বরত শিক্ষার্থীরা জানান, আমাদের রাষ্ট্রীয় সম্পদ রক্ষার দায়িত্ব আমাদের। বিভিন্ন স্থানে উত্তেজিত জনতা কিছু অপ্রত্যাশিত কাজ করেছেন যা অনুচিত ছিলো। তবে এখন আমরা সাধারণ শিক্ষার্থীরা সম্মিলিত ভাবে এই ক্ষতি কাটিয়ে উঠবো এবং দেশকে সুন্দর ভাবে গড়ে তুলবো।

উল্লেখ্য, দেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতৃত্বের সাথে সংহতি জানিয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে গবি শিক্ষার্থীরা।

এসএস/

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img