spot_img

যশোরে হাসপাতাল মনিটরিং করছে শিক্ষার্থীরা

এসম্পর্কিত আরো পড়ুন

যবিপ্রবি প্রতিনিধি: রাষ্ট্রের সকল স্তরে শৃঙ্খলা এবং স্বচ্ছতা নিশ্চিত করার প্রত্যয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য সামনে রেখে বিভিন্ন রকম কর্মসূচি পালন করছে দেশের ছাত্রসমাজ।

তার ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) সকাল ১১টায় যশোর সদর হাসপাতালে মনিটরিং করতে যান যশোরের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

- বিজ্ঞাপন -

এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যশোর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ হারুন অর রশীদের সাথে বৈঠকে বসেন শিক্ষার্থীরা। এসময় হাসপাতালের বিভিন্ন নিরাপত্তা ঝুঁকি এবং শৃঙ্খলা রক্ষা সম্পর্কে আলোচনা করেন।

বৈঠক শেষে শিক্ষার্থীরা বলেন, ‘বৈষম্য এবং দূর্নীতি মুক্ত নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা ছাত্রসমাজ এতদিন আন্দোলন সংগ্রাম করেছি, আমরা চায় আমাদের এই নতুন স্বাধীনতার সুফল যাতে আমরা ভোগ করতে পারি। এই চিন্তা থেকে আমরা মূলত বর্তমান পরিস্থিতিতে যেহেতু পুলিশ প্রশাসন মাঠে নেই সেহেতু আমরা আমাদের রাষ্ট্রীয় সম্পদ গুলো রক্ষার জন্য নিজেদের যায়গা থেকে যতটুকু পারি চেষ্টা করছি। ইনশাআল্লাহ এর মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের শুভ সূচনা করতে পারবো।’

এসময় তারা হাসপাতালের তত্ত্বাবধায়কের অনুমতি নিয়ে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও ইউনিট ঘুরে দেখেন এবং হাসপাতালের কার্যক্রম ঠিক মতো চলছে কিনা সেসব সরেজমিনে খোঁজ খবর নেন।

শিক্ষার্থীদের এমন উদ্যোগ কে স্বাগত জানিয়ে সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ হারুন অর রশিদ বলেন, ‘আমি শিক্ষার্থীদের এমন উদ্যোগ দেখে অভিভূত, আমি স্বাগত জানায় তাদেরকে। তারা আমাদেরকে এক নতুন বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছে। আমারা হাসপাতাল প্রশাসন তাদেরকে এই কাজে সব ধরনের সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছি। আশা করছি এমন প্রচেষ্টার মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণের দিকে দ্রুত গতিতে এগিয়ে যাবো।’

এমন উদ্যোগ ছাত্ররা অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন। এছাড়া যশোরের শিক্ষার্থীরাদের শহরের বিভিন্ন স্থানে সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণ এবং দুর্বৃত্তদের হামলায় যেসব সরকারি বেসরকারি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে দেখা যায়।

এসআই/

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img