spot_img

বুটেক্সে নিষিদ্ধ সকল প্রকার রাজনীতি, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

এসম্পর্কিত আরো পড়ুন

বুটেক্স প্রতিনিধি:

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) সকল প্রকার রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ৮ আগস্ট (বৃহস্পতিবার) সিন্ডিকেটের জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী নিষিদ্ধ করা হয়।

- বিজ্ঞাপন -

সিন্ডিকেটের সভার সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সকল ধরনের রাজনৈতিক সংগঠন, ছায়া সংগঠন এবং এর কার্যক্রমের সাথে সম্পর্ক ও সম্পৃক্ততা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে রাজনীতিমুক্ত করতে বুটেক্সের সাধারণ শিক্ষার্থীরা দ্বিতীয়বারের মতো উপাচার্যের নিকট আবেদনপত্র পেশ করেন। বেলা ১১টায় চলমান ব্যাচের শিক্ষার্থীরা ক্যাম্পাসে জড়ো হয়। তারপর বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. শাহ আলিমুজ্জামান, প্রক্টর, হল প্রভোস্ট, অন্যান্য শিক্ষক এবং সাধারণ শিক্ষার্থীদের মাঝে ক্যাম্পাসকে রাজনীতিমুক্ত বিষয়ে আলোচনা হয়।

আলোচনার শুরুতে শিক্ষার্থীরা তাদের দাবি তুলে ধরে। শিক্ষার্থীদের দাবিতে সুস্পষ্টভাবে উল্লেখ ছিল তারা কোনো প্রকার শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী রাজনীতি ক্যাম্পাসে চায় না। এছাড়া তাদের দাবিতে আরো উল্লেখ ছিল, যদি কখনও উল্লেখিত ব্যক্তিবর্গকে রাজনীতির সাথে সম্পৃক্ততার খবর পাওয়া যায় তাহলে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কার যাতে করা হয়। তাছাড়া কোনো শিক্ষকের যদি রাজনীতির সাথে সম্পৃক্ততার অভিযোগ উঠে তাহলে তাদের ক্লাস, ল্যাব বর্জন করার কথা বলেন শিক্ষার্থীরা।

মিটিংয়ে উপস্থিত সকল শিক্ষক-শিক্ষার্থী উক্ত দাবিতে একমত পোষণ করেন এবং বিকাল ৪টায় জরুরি সিন্ডিকেট মিটিং করে নোটিশের মাধ্যমে ক্যাম্পাসকে রাজনীতিমুক্ত ঘোষণা করে। ঘোষণা পাওয়ার পর শিক্ষার্থীদের মধ্যে আনন্দ দেখা যায়, তারা সকলের মাঝে মিষ্টি বিতরণ করে।

 

ইএইচ/

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img