spot_img

শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে দেওয়া হলো ‘নেত্রকোনা বিশ্ববিদ্যালয়’

এসম্পর্কিত আরো পড়ুন

নিউজ ডেস্ক:

নেত্রকোনায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে ‘নেত্রকোনা বিশ্ববিদ্যালয়’ দিয়ে অস্থায়ী ক্যাম্পাসের প্রধান ব্যানার টাঙিয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা।

- বিজ্ঞাপন -

বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকালে নেত্রকোনা শহরের রাজুরবাজার এলাকায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে নাম পরিবর্তনসহ ১১ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপিও দেন তারা।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, সহস্র জনতা হত্যা করে, মিলিয়ন বিলিয়ন ডলার পাচার করে সব জাতীয় প্রতিষ্ঠান ধ্বংস করে শেখ হাসিনা জাতির কাছে নয় পুরো বিশ্বের কাছে গণশত্রুতে পরিণত হয়েছে। এমন ব্যক্তির নামে বিশ্ববিদ্যালয় তা পরিচয় দিতেও তাদের লজ্জা হবে। তাই তারা ‘শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়’ এর নাম বদলে ‘নেত্রকোনা বিশ্ববিদ্যালয়’ দিয়েছেন।

এছাড়াও তারা দলভিত্তিক ছাত্র, শিক্ষক, কর্মচারীর রাজনীতি সম্পূর্ণ নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের অনিয়ম দুর্নীতির সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনাসহ বিশ্ববিদ্যালয় নিজস্ব ক্যাম্পাসে স্থানান্তরের দাবি করেন তারা।

শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় সহকারী প্রক্টর, সহকারী প্রভোস্ট ও হাউজ টিউটরদের পদত্যাগ করার আহবান জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের জায়গা থেকে নেত্রকোনা মেডিকেল কলেজকে জায়গা দেওয়া বন্ধ করা হয়। ৭২ ঘণ্টার মধ্যে সমস্যা সমাধানে ব্যর্থ হলে ভিসির পদত্যাগের দাবি তোলেন শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. হারুন অর রশিদ বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো অবিলম্বে কর্তৃপক্ষের নির্দেশে বাস্তবায়ন করা হবে।

 

ইএইচ/

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img