spot_img

পদত্যাগ না করায় চবি উপাচার্যের কার্যালয়ে তালা দিয়েছে শিক্ষার্থীরা

এসম্পর্কিত আরো পড়ুন

চবি প্রতিনিধি:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উপাচার্যকে পদত্যাগের আল্টিমেটাম দিলে পদত্যাগ না করায় ক্ষুব্ধ হয়ে উপাচার্যের কার্যালয়ে তালা দিয়েছেন শিক্ষার্থীরা।

- বিজ্ঞাপন -

শুক্রবার (৯ আগষ্ট) বিকাল পাঁচটার দিকে উপাচার্যের তালা দিয়েছেন শিক্ষার্থীরা।

এর আগে, আজ শুক্রবার সকাল এগারোটায় এক সংবাদ সম্মেলনে দুপুর বারোটার মধ্যে উপাচার্যসহ প্রক্টোরিয়াল বডির পদত্যাগসহ পাঁচ দফা দাবি উপস্থাপন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কবৃন্দ।

সরেজমিনে দেখা গেছে, শিক্ষার্থীরা দাবি উপস্থাপন করলেও উপাচার্য পদত্যাগ না করায় ক্ষুব্ধ হয়ে উপাচার্যের বাংলো এবং কার্যালয়ে তালা ঝুলিয়েছেন শিক্ষার্থীরা। ক্রমান্বয়ে দুই উপ-উপাচার্য, প্রক্টর ও প্রভোস্টদের কার্যালয়েও তালা দিতে দেখা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাসেল আহমেদ বলেন, ‘ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সন্ত্রাসী ছাত্রলীগ শিক্ষার্থীদের উপর অতর্কিত হামলা, শিক্ষকদের বাসায় হামলা করা সত্ত্বেও বিশ্ববিদ্যালয় প্রশাসন নিরব ভূমিকা পালন করেছে। যে কারণে আমরা উপাচার্যসহ, প্রক্টর , প্রভোস্টদেরকে আজ দুপুর বারোটার মধ্যে পদত্যাগের আল্টিমেটাম দিয়েছিলাম। কিন্তু তারা এখনও পদত্যাগ করেনি। তাই আমরা তালা দিয়েছি।’

এ বিষয়ে জানার জন্য যোগাযোগ করতে চাইলে উপাচার্য, প্রক্টর কাউকেই ফোনকলে পাওয়া যায়নি।

 

ইএইচ/

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img