spot_img

জবি প্রশাসনের অনলাইন ক্লাসের সিদ্ধান্তে শিক্ষক-শিক্ষার্থীদের তীব্র ক্ষোভ প্রকাশ

এসম্পর্কিত আরো পড়ুন

জবি প্রতিনিধি :

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ১৮ ই আগস্ট থেকে অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করায় শিক্ষার্থীদের মাঝে তীব্র ক্ষোভের দেখা দিয়েছে।শিক্ষার্থীরা জবি প্রশাসনের অনলাইনে ক্লাস নেওয়ার এই সিদ্ধান্তকে প্রত্যাখান করেছেন।

- বিজ্ঞাপন -

আজ শুক্রবার সরেজমিনে অনেকের সাথে কথা বলে এবং অসংখ্য শিক্ষার্থীদের ফেসবুক পোস্টের মাধ্যমে এই বিষয়টি নিশ্চিত করা হয়।

এ বিষয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শাহ নিস্তার জাহান কবির তার ফেসবুক ওয়ালে লিখেন,বিজয়ী শিক্ষার্থীদের মুখ না দেখে ক্লাস করবো না।নো, অনলাইন ক্লাস!

এ বিষয়ে কথা বলতে চাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন,জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক মোঃ শাহিন মিয়া বলেন, ১৮ তারিখে যে ক্লাস নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন জবি প্রশাসন এটাও এক প্রকার প্রহসন।দীর্ঘদিন ক্লাস পরীক্ষা বন্ধ থাকার পরেও কোন বিবেচনায় তারা ১৮ তারিখে অনলাইন ক্লাস নিতে চায়। তাদের কি স্টুডেন্টদের সামনে মুখ দেখাতে লজ্জা করে।এই কথাটা আগে তাদের মনে ছিল না এখন তাদের খুব লজ্জা করে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল সাধারণ শিক্ষার্থী তাদের এই প্রহসন আর মেনে নেবে না এবং সকল সাধারণ শিক্ষার্থী তাদের এই সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেছে।

মো. রাশেদ রানা নামের আরেক শিক্ষার্থী বলেন , দেশে কি করোনা চলতেছে নাকি, যে অনলাইনে ক্লাস হবে? নাকি দেশে হরতাল চলছে যে শিক্ষকরা আসতে পারবে না। আমাদের হল মুক্ত, নতুন ক্যাম্পাস বাস্তবায়ন, পদত্যাগের আন্দোলন হবে এ জন্য শিক্ষার্থীদের ক্যাম্পাসে আসতে দিবে না। এই সব মুলা আর জবিয়ানরা খাবে না।

এছাড়াও এ বিষয়ে ইতিহাস বিভাগের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান বলেন,দেশে এখন এমন কোনো পরিস্থিতি নেই যার কারণে অনলাইনে ক্লাস নিতে হবে। এই মুহূর্তে অনলাইন ক্লাসের কোনো যৌক্তিকতা নেই।এখন অনলাইন ক্লাস নেওয়া শিক্ষার্থীদের সাথে মশকরা ছাড়া কিছু নয়।অতিদ্রুত স্ব শরীরে ক্লাসের ব্যবস্থা করতে হবে।

রোকসানা ওলশান নামে আরেক শিক্ষার্থী বলেন, পেনশন স্কিম নিয়ে শিক্ষকদের ক্লাস-পরীক্ষা বর্জন, বৈষম্য বিরোধী আন্দোলন সব মিলিয়ে ঈদুল আজহার পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ে ক্লাস হয়নি বল্লেই চলে। বিভিন্ন বিভাগের সেমিস্টার ফাইনালও আটকে গেছে এসবের মধ্যে। যা সেশনজটের রুপ ধারণ করতে পারে। অন্যন্য বিশ্ববিদ্যালয় যদি অফলাইনে ক্লাস নিতে পারে তাহলে জবি কেনো নয়?

প্রসঙ্গত,গত ৮ই আগস্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ১৮ ই আগস্ট থেকে অনলাইনে ক্লাস নেওয়ার এই সিদ্ধান্ত জানানো হয়।

 

ইএইচ/

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img