spot_img

নাঈম-নয়নের নেতৃত্বে কুবি উত্তরবঙ্গ ছাত্র পরিষদ

এসম্পর্কিত আরো পড়ুন

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আঞ্চলিক সংগঠন উত্তরবঙ্গ ছাত্র পরিষদের আগামী এক বছরের জন্য ২৯ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি গঠিত হয়েছে। শুক্রবার (৯ আগস্ট) সংগঠনটির সাবেক সভাপতি চন্দন কুমার রায় ও সাধারণ সম্পাদক মো. রাকিব হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেয়া হয়।

নতুন এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন পদার্থ বিজ্ঞান বিভাগের ১৪ তম আবর্তনের নাঈম আহমেদ ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন নৃবিজ্ঞান বিভাগের ১৪ তম আবর্তনের মাহমুদুল হাসান নয়ন।

- বিজ্ঞাপন -

আংশিক এ কমিটিতে অন্যারা হলেন, সহ-সভাপতি: দিল্লুর রহমান সাদী, সজীব আহমেদ রিমন, মো: আলী আরাফাত সাফি, মারিয়া রহমান শারমিন, ওয়াহিদ জামান, মো: আব্দুল্লাহ, তামান্না ইয়াসমিন, আবছায়ার মল্লিকা, রাসেল আহমেদ, সাকিল আহমেদ সবুজ,শরিফুল ইসলাম, মো: ফারহান।
যুগ্ম সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মাহাবুর রহমান, চন্দন কুমার রায়, তন্ময় সরকার অর্জুন চন্দ্ৰ বৰ্মন, সেজান খান, রিফা তাসফিয়া তাকী, রুমা রানী দেব শৰ্মা,ইফফাত আরা নিশিতা।
এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন সাজ্জাদ হোসেইন, তালহা মুহাম্মদ ওমর, শাকিল সরকার, মো. আবুল হোসেন,ইসরাত জাহান মিম।
প্রচার সম্পাদক হিসেবে রয়েছে জাফর হাবীব ও দপ্তর সম্পাদক – কাজী মিরাজ এবং অর্থ সম্পাদক শাহরিয়ার আলম সাফল্য দায়িত্ব পেয়েছেন।

নতুন কমিটির সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নয়ন বলেন, প্রথমেই নতুন কমিটির সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমার উপর অর্পিত সাধারন সম্পাদকের দায়িত্ব আমি যথাযথ সম্মানসহ পালন করে যাব ইনশাআল্লাহ । কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সর্ববৃহৎ আঞ্চলিক সংগঠন উত্তরবঙ্গ ছাত্র পরিষদ আসলে শুধু একটা সংগঠন নয় এটা একটা পরিবার ও ভালোবাসার যায়গা। এই ভালোবাসার যায়গা থেকেই আমরা সবাই মিলে সংগঠন কে আরো মজবুত ভ্রাতৃত্বের বন্ধনে নিয়ে যাবো।

নতুন কমিটির সভাপতি নাঈম বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সর্ববৃহৎ আঞ্চলিক সংগঠন উত্তরবঙ্গ ছাত্র পরিষদের নতুন কমিটিতে আজ থেকে আমার উপর সভাপতি হিসেবে দায়িত্ব অর্পণ করা হয়েছে। আমার উপর বিশ্বাস রেখে যে দায়িত্ব দেয়া হয়েছে ইনশাআল্লাহ আমি খুব সুন্দর ভাবে পালন করার চেষ্টা করবো। সদ্য বিদায়ী কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক ভাইয়ের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বিগত দিনগুলোর ন্যায় সামনের দিনগুলোতে সবার সমর্থন এবং সহযোগিতা থাকবে এটাই আমার চাওয়া। সবাই মিলেমিশে এক হয়ে কাজ করে সংগঠন কে এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ।

এসএস/

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img