ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দুই ভবনের মাঝে বৃক্ষ নিধন করে মুক্তমঞ্চ তৈরি অব্যাহত রাখার প্রতিবাদে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের বাম রাজনৈতিক সংগঠনগুলো।
সোমবার (১৮ মার্চ) দুপুর ২টায় বটতলার প্রাঙ্গণে এ মানববন্ধন করে তারা।
মানববন্ধনে ছাত্র ইউনিয়ন ইবি সংসদের সাধারণ সম্পাদক নুর আলমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য এস এম সুইট। এ সময় ছাত্র ইউনিয়ন ইবি সংসদের দপ্তর সম্পাদক মনির হোসেন, বিপ্লবী ছাত্র মৈত্রী ইবি শাখার আহ্বায়ক হিমেল, বাংলাদেশ ছাত্র মৈত্রী ইবি শাখার সহ-সভাপতি মাহমুদুল হাসান ও সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেনসহ সংগঠনগুলোর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। তাদের সাথে সাধারণ শিক্ষার্থীরা সংহতি প্রকাশ করে মানববন্ধনে অংশগ্রহণ করে।
এসময় ‘বিশ্ববিদ্যালয়ের মাস্টার প্ল্যান চাই’, ‘দুই ভবনের মাঝে মুক্তমঞ্চ নয়’, ‘পরিবেশের ক্ষতি করে স্থাপনা তৈরি নয়’, ‘গাছ বাঁচলে বাঁচবে দেশ, সুন্দর হবে পরিবেশ’ ইত্যাদি নানা প্লা-কার্ড শিক্ষার্থীদের হাতে দেখা যায়। পরে মঞ্চ তৈরির স্থানে লাল ফিতা টাঙ্গিয়ে দেয় তারা।
মানববন্ধনে প্রশাসনের এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে ছাত্র মৈত্রী ইবি শাখার সহ-সভাপতি মাহমুদুল হাসান বলেন, ‘একজন মানুষ তার স্বাভাবিক বিবেকবোধ থেকেই বুঝতে পারে দুইটি ভবনের মাঝে স্থাপনা কোনোভাবেই কাম্য নয়। তা আবার গাছ কেটে, পরিবেশ ধ্বংস করে। এখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন যেন স্থাপনা তৈরি না করে। যদি দুই ভবনের মাঝে স্থাপনা তৈরি করা হয় তাহলে আমরা আশংকা করছি যে শিক্ষার্থীদের শিক্ষার স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হতে পারে। তাই এ স্থাপনাটি অন্যত্র কোথাও চালু হোক এই জোর দাবি জানাচ্ছি।’
প্রসঙ্গত, গত ৩ ফেব্রয়ারি দুই একাডেমিক ভবনের মাঝে মঞ্চ তৈরির কাজ শুরু করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে পুরনো কিছু গাছ কেটে ফেলা হয়।
দুই ভবনের মাঝে মঞ্চ তৈরির প্রতিবাদে মানববন্ধন করে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পরিবেশবাদী সংগঠনগুলো। তারা বিকল্প স্থানে মঞ্চ তৈরির দাবি জানায়।
এসআই/
মন্তব্য করুন