spot_img

ইবির ডিন’স কমিটির সভায় পাঁচ সিদ্ধান্ত গ্রহণ

এসম্পর্কিত আরো পড়ুন

ইবি সংবাদদাতা:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ডিন’স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ আগস্ট) সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. কে এম মতিনুর রহমানের সভাপতিত্বে তার কার্যালয়ে এই সভা হয়। এতে ডিনদের সর্বসম্মতিক্রমে পাঁচটি সিদ্ধান্ত নেওয়া হয়।

- বিজ্ঞাপন -

সভায় ধর্মতত্ত্ব ও ইসলাম শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. আ.ব.ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী, জীব বিজ্ঞান অনুষদের অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম, বিজ্ঞান অনুষদের অধ্যাপক কামরুন্নাহার, আইন অনুষদের অধ্যাপক ড. খন্দকার তৌহিদুল আনাম, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের অধ্যাপক ড. মনজুরুল হক ডীন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. শেলিনা নাসরিন উপস্থিত ছিলেন। সকল ডিন উপস্থিত হলেও কলা অনুষদের ডিন অধ্যাপক ড. এমতাজ হোসেন অনুপুস্থিত ছিলেন।

সভায় গৃহীত পাঁচ সিদ্ধান্ত হলো-

১. বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের জন্য শোক প্রস্তাব গ্রহণ করা হয় এবং যারা গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে তাদের দ্রুত সুস্থতার জন্য মাগফেরাত কামনা করা হয়।

২. উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ে শৃঙ্খলা এবং নিরাপত্তা নিশ্চিতকরণে সকলকে স্ব স্ব জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা রাখার জন্য অনুরোধ জানানো হয়।

৩. বিশ্ববিদ্যালয়ের সম্পদ সুরক্ষিত এবং জান-মালের রক্ষণাবেক্ষণে একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রমের সাথে জড়িত সকলকে শান্তি এবং স্থিতিশীলতা আনয়নের জন্য অনুরোধ জানানো হয়।

৪. শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করে অতি দ্রুত বিশ্ববিদ্যালয় খোলার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ করা হয়।

৫. উপরোক্ত সিদ্ধান্তসমূহ ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে সকলকে অবগত করানোর সিদ্ধান্ত গৃহীত হয়।

এএকে /

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img