spot_img

জাবিতে ছাত্রলীগের রুম থেকে দেশীয় অস্ত্র ও মদের বোতল উদ্ধার

এসম্পর্কিত আরো পড়ুন

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শহীদ সালাম-বরকত হলের ছাত্রলীগের ব্লকের একটি রুম থেকে দেশীয় অস্ত্র, হাতুড়ি ও মদের বোতল উদ্ধার করেছে শিক্ষার্থীরা। ঐ রুমটি দুজনের জন্য বরাদ্দ থাকলেও শাখা ছাত্রলীগের কৃষি বিষয়ক সম্পাদক নাজমুস সাকিব সাদী একাই দখল করে বলে জানা যায়। তিনি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ৪৫তম ব্যাচের শিক্ষার্থী।

সোমবার (১২ আগষ্ট) সকালে সাড়ে দশটায় হলের  শিক্ষার্থীরা রুম পরিবর্তনের সময় ৩০৩নং রুম থেকে এগুলো উদ্ধার করে।

- বিজ্ঞাপন -

এ বিষয়ে অভিযুক্ত ঐ শিক্ষার্থী নাজমুস সাকিব সাদী বলেন, সত্যি বলছি জিনিসগুলোকে সংগ্রহ করা আমার শখ ছিল তাই রুমে রেখেছিলাম। সহিংসতায় এটা ব্যবহার করিনি কখনো। হাতুড়িটাও আমার নিজের প্রয়োজনে রেখেছিলাম। মদের বোতল পানি খাওয়ার জন্য ব্যবহার করতাম।

হলের আবাসিক শিক্ষার্থীরা জানান, ছাত্রলীগের নেতাকর্মীরা জোরপূর্বকভাবে বেশ কয়েকটি রুম দখল করে দুজনের রুমে একজন করে থাকতো। অনেকেই একাধিক রুম ব্যবহার করতো। এখনো বেশ কয়েকটি রুমের তালা মারা আছে সেগুলোতেও অস্ত্র ও মাদক পাওয়া সম্ভাবনা রয়েছে। হল প্রশাসনকে জানিয়েছি অতি দ্রুতই আমরা রুমগুলোর তালা ভেঙে দেখতে চায়।

এ সময় উপস্থিত ছিলেন হলের ভারপ্রাপ্ত প্রাধাক্ষ অধ্যাপক মো. মাহবুবুল মোর্শেদ। তিনি বলেন, বিষয়টি নিয়ে হলের অন্যান্য শিক্ষকদের সাথে পরামর্শ করে দ্রুত ব্যবস্থা নেয়া হবে। যে রুমগুলো বাকি রয়েছে সেগুলোও ভালোভাবে চেক করা হবে। দ্রুত সময়ের মধ্যে রাজনৈতিক ব্লকের সবগুলো রুমে সাধারণ শিক্ষার্থীদের উঠিয়ে দেওয়া হবে। কোনো ধরনের ব্লক থাকবে না।

এসএস/

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img