জবি প্রতিনিধি: আগামীকাল মঙ্গলবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কোষাধ্যক্ষ অধ্যাপক হুমায়ুন কবির চৌধুরীর নেতৃত্বে দখলকৃত হলগুলো উদ্ধারে মাঠে নামছেন শিক্ষার্থীরা।
আজ সোমবার (১২ আগস্ট) বিকেলে এ তথ্য জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক নূর নবী।
সমন্বয়ক নূর নবী বলেন, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ তিনি তার স্বপদে বহাল থাকবেন। যেহেতু তার নামের পাশে আজ পর্যন্ত কোনো কালিমা লেপন হয়েছে, এমন কোনো প্রমাণ আমরা পাইনি।
হল উদ্ধারসহ আমাদের কোষাধ্যক্ষ সকল দাবি-দাওয়া মেনে নিবেন বলে আশ্বস্ত করেছেন।
নূর নবী এ বিষয়ে আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের এই আন্দোলনে আহ্বান জানাচ্ছি। আমরা সবাই মিলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে সারা বাংলাদেশের জন্য রাজনীতিহীন ও বৈষম্যহীন একটি মডেল ক্যাম্পাস হিসেবে দাঁড় করব ইনশাআল্লাহ।
প্রসঙ্গত, কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের হওয়ার সময়কালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হলগুলো দখল করে নেন স্থানীয় প্রভাবশালীরা।এসব হল পুনরুদ্ধারে আন্দোলনের ডাক দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।
এসআই/