spot_img

এইচএসসির স্থগিত পরীক্ষা না নেওয়ার দাবি শিক্ষার্থীদের

এসম্পর্কিত আরো পড়ুন

এডুকেশন টাইমস ডেস্ক: স্থগিত পরীক্ষা না নেওয়াসহ চার দফা দাবিতে ফরিদপুরে এইচএসসি ও সমমান পরীক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। একইসঙ্গে তাদের এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল নির্ধারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।

আজ শনিবার (১৭ আগস্ট) বেলা ১১টার দি‌কে চার দফা দাবি নিয়ে ফরিদপুর প্রেসক্লাবের সামনের মু‌জিব সড়‌কে মানববন্ধন করেন তারা।

- বিজ্ঞাপন -

তাদের চার দাবি হলো- আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি কর্তৃক প্রণীত রুটিন যা ১৫ আগস্ট প্রকাশিত হয় তা প্রত্যাখ্যান, এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষার রেজাল্ট দেওয়া, আসন্ন সব পরীক্ষা বাতিল করা, ঢাকা ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকারসহ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সব সদস্যের পদত্যাগ এবং তাদের সব দাবি মেনে নিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি গ্রহণের সময় দেওয়া।

মানববন্ধন কর্মসূচি শেষে একটি বি‌ক্ষোভ মিছিল বের করা হয়।

প্রসঙ্গত, সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন এবং ছাত্র-জনতার আন্দোলনের কারণে উদ্ভূত পরিস্থিতিতে কয়েক দফায় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। প্রথমে গত ১৮ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়। তারপর একসঙ্গে ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়।

এরপর ২৮ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয়। পরে সিদ্ধান্ত হয় ১১ আগস্ট থেকে নতুন সময়সূচিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া হবে। কিন্তু পরে জানানো হয় ১১ আগস্ট পরীক্ষা হচ্ছে না। এখন প্রায় এক মাস পর ১১ সেপ্টেম্বর থেকে এই পরীক্ষা শুরু হবে।

নতুন সূচি অনুযায়ী ১১ সেপ্টেম্বর থেকে স্থগিত হওয়া লিখিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। লিখিত শেষে ব্যবহারিক পরীক্ষা শুরু হবে।

নতুন সূচি অনুযায়ী, এইচএসসির লিখিত পরীক্ষা শেষ হবে ৮ অক্টোবর। আর ১৫ থেকে ২৩ অক্টোবর চলবে ব্যবহারিক পরীক্ষা।

এসআই/

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img