spot_img

প্রশ্নপত্রের উল্টো পিঠেই ছাপা উত্তর

এসম্পর্কিত আরো পড়ুন

নিউজ ডেস্ক: 

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় মাধ্যমিক পর্যায়ের বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে ২৫ নভেম্বর। এরই মধ্যে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) একটি পরীক্ষায় প্রশ্নপত্রের উল্টো পিঠে উত্তর ছাপা পাওয়া গেছে।

- বিজ্ঞাপন -

এসব পরীক্ষার প্রশ্নপত্র সরবরাহ করছে উপজেলা শিক্ষক সমিতি। উপজেলার ৪৩টি মাধ্যমিক বিদ্যালয়ের বেশির ভাগ বিদ্যালয়ে অভিন্ন প্রশ্নপত্র দিয়েই পরীক্ষা চলছে। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবকরা।

জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১০টায় মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ষষ্ঠ শ্রেণির শিল্প ও সংস্কৃতি বিষয়ের পরীক্ষা শুরু হয়। ২ ঘণ্টা ৩০ মিনিটের পরীক্ষা শেষ হয় দুপুর সাড়ে ১২টায়। কিন্তু ‘বেলি’ নামের সেটে দুপুর ১২টার দিকে অসংগতি ধরা পড়ে। ওই পরীক্ষার প্রশ্নপত্রে এক দাগে অতি সংক্ষেপে বা এক কথায় উত্তর দেওয়ার জন্য ১৫টি প্রশ্ন দেওয়া হয়। প্রতিটিতে এক নম্বর করে ১৫ নম্বর বণ্টন করা হয়। এই প্রশ্নপত্রের অপর পাতায় ব্যবহারিক অংশের খ-বিভাগে এক দাগ উল্লেখ করে ১৫টি প্রশ্নেরই উত্তর দেওয়া রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন একাধিক অভিভাবক ও শিক্ষক। তারা বিষয়টিতে উদ্বেগ প্রকাশ করেন। যদিও তাদের নাম প্রকাশে রাজি হননি। অনেকের ধারণা, গাইড বইয়ের পৃষ্ঠা ফটোকপি করে প্রশ্নপত্র হিসেবে ব্যবহার করায় এসব উত্তর চলে এসেছে।

বিষয়টির জন্য দুঃখ প্রকাশ করেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বাকিবিল্লাহ শাহী। তিনি দাবি করেন, বিষয়টি অনিচ্ছাকৃত। এর বিকল্প ভাবা হচ্ছে।

কলারোয়া উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হারুন অর রশিদের ভাষ্য, উপজেলায় এমপিওভুক্ত ৪৩টি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। প্রতিটি বিদ্যালয়ে নিজ নিজ প্রশ্নে পরীক্ষা নেওয়ার কথা। শিক্ষক সমিতির অভিন্ন প্রশ্নে পরীক্ষা নেওয়ার বিষয়টি জানা নেই। এ নিয়ে খোঁজ নেবেন।

 

/ইএইচ

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img