ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার মিঠাছরা এলাকায় পিকনিকের বাস খাদে পড়ে ১ ব্যক্তি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ১৫ জন। শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল ৭টার দিকে চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা সবাই নারায়ণগঞ্জের তুলারাম কলেজের শিক্ষার্থী, শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটির নেতা। তারা বার্ষিক শিক্ষা সফরের অংশ হিসেবে চট্টগ্রামের দর্শনীয় স্থানগুলো পরিদর্শনের উদ্দেশ্যে যাচ্ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে নারায়ণগঞ্জ তুলারাম কলেজের শিক্ষার্থীরা শিক্ষা সফরের উদ্দেশ্যে রওনা হন। মিরসরাইয়ের মিঠাছরা এলাকায় পৌঁছালে হঠাৎ এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি রাস্তা পার হতে গেলে চালক বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ওই ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান।
আহত শিক্ষার্থীদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আহতদের মধ্যে শারমিন আক্তার নামে এক শিক্ষার্থী বলেন, ‘আমরা আনন্দ করতে বের হয়েছিলাম, কিন্তু এমন দুর্ঘটনা ঘটবে ভাবিনি। মুহূর্তের মধ্যে সবকিছু এলোমেলো হয়ে গেল।’
এদিকে, দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল কিছু সময়ের জন্য ব্যাহত হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
হাইওয়ে পুলিশ সূত্র জানায়, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং চালকের বেপরোয়া গতির অভিযোগের বিষয়ে তদন্ত করা হচ্ছে।
জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন জানান, খবর পেয়ে দ্রুত পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছেন। দুর্ঘটনাকবলিত বাসটি থানায় নিয়ে যাওয়া হয়েছে।
এসএস/