চাকরি জাতীয়করণের দাবি আদায়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে বৈঠক করতে সচিবালয়ে গেছেন ইবতেদায়ী শিক্ষকদের ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) দেড়টার দিকে সচিবালয়ের উদ্দেশ্যে প্রতিনিধি দলটি রওনা দেন। সেখানে বৈঠকের সিদ্ধান্ত আশানুরূপ না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেয়া হবে বলে জানিয়েছেন আন্দোলনকারী ইবতেদায়ী শিক্ষকরা।
এদিকে একই সময়ে আন্দোলনরত শিক্ষকরা শাহবাগ টিএসসি সংলগ্ন মধ্যবর্তী সড়কে অবস্থান নিয়ে আন্দোলন চালিয়ে যান।
এর আগে গত রোববার (২৬ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সুপারিশের আলোকে প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণের ঘোষণাসহ ছয় দফা দাবিতে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেয় স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোট।
অবস্থান কর্মসূচি থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রা ও স্মারকলিপি দেওয়ার ঘোষণাও দেন তারা। এরপর তারা জাতীয় প্রেস ক্লাব থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে শাহবাগ থানার সামনে পৌঁছালে পুলিশ জলকামান নিক্ষেপ করে। এরপর দুটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। এ ঘটনায় বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলেও দাবি করেছিলেন আন্দোলনকারীরা।
পরে দাবি আদায়ে গত রোববার (২৬ জানুয়ারি) থেকে শাহবাগ টিএসসি সংলগ্ন মধ্যবর্তী সড়কে অবস্থান নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন ইবতেদায়ী শিক্ষকরা।
এসআই/