spot_img

তা’মীরুল মিল্লাত মাদ্রাসা থেকে বুয়েটে তিন শিক্ষার্থীর সাফল্য

এসম্পর্কিত আরো পড়ুন

নিজস্ব প্রতিবেদক: দেশের শীর্ষ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ভর্তির সুযোগ পেয়েছেন তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা, টঙ্গীর তিন শিক্ষার্থী।

বুয়েটে চান্স প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন তাহসীন আহমাদ (১১১তম, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং), আবির হোসেন আব্দুল্লাহ (৩২৫তম, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং) এবং সিদ্দিকুর রহমান সা’দ (৮৬৭তম, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং)।

- বিজ্ঞাপন -

বুয়েটে সুযোগ পাওয়া এই তিন শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়েছে তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্রসংসদ (টাকসু)। ছাত্রসংসদের এক বিবৃতিতে বলা হয়, “এই সাফল্য মাদ্রাসা শিক্ষার গুণগত মানের প্রমাণ। আমাদের শিক্ষার্থীরা প্রমাণ করেছে, পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে মাদ্রাসা থেকেও দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ে জায়গা করে নেওয়া সম্ভব।”

তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার প্রিন্সিপাল ড. হিফজুর রহমান বলেন, “আমাদের শিক্ষার্থীদের এই অর্জন অত্যন্ত গর্বের। মাদ্রাসা শিক্ষার আধুনিকায়ন এবং বিজ্ঞান শিক্ষার প্রতি আমাদের গুরুত্বের প্রতিফলন এটি। আমরা আশা করি, ভবিষ্যতে আরও শিক্ষার্থী এভাবে দেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে জায়গা করে নেবে।”

বুয়েটে ভর্তির সুযোগ পাওয়া তাহসীন আহমাদ বলেন, “এটা আমার স্বপ্ন ছিল। মাদ্রাসা থেকে বুয়েটে সুযোগ পাওয়া অনেকের কাছে অসম্ভব মনে হতে পারে, কিন্তু পরিশ্রম করলে সম্ভব।”

আবির হোসেন আব্দুল্লাহ বলেন, “এই অর্জন শুধু আমার নয়, আমার শিক্ষক, পরিবার ও মাদ্রাসার সম্মিলিত প্রচেষ্টার ফল।”

সিদ্দিকুর রহমান সা’দ বলেন, “আমার লক্ষ্য দেশের উন্নয়নে অবদান রাখা। আল্লাহর রহমত, শিক্ষকদের দোয়া আর নিজের পরিশ্রমের কারণে আজ এখানে পৌঁছাতে পেরেছি।”

এই সাফল্য অন্যান্য মাদ্রাসা শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তির উচ্চশিক্ষার প্রতি আগ্রহী করে তুলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

/ইএইচ

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img