spot_img

ফেব্রুয়ারির বেতন ইএফটিতে পাবেন মাদ্রাসা শিক্ষকরা, অর্থ লেনদেনে সতর্কতা

এসম্পর্কিত আরো পড়ুন

বেসরকারি এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতন-ভাতার টাকা ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটির মাধ্যমে দেওয়া হবে। ইএফটিতে বেতন পেতে কোনো অর্থ লেনদেন না করতে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।

মঙ্গলবার (৪ মার্চ) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) এইচ এম নুরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

- বিজ্ঞাপন -

মাদ্রাসা অধিদপ্তর জানিয়েছে, ‘এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতন-ভাতা ইএফটির মাধ্যমে প্রদান করবে সরকার। শুধু চলমান পাইলটিং কার্যক্রমের সাথে সম্পৃক্ত মাদ্রাসাগুলো এবার এই সুবিধা পাবে। বাকি মাদ্রাসাগুলোকে ধাপে ধাপে ইএফটিতে সম্পৃক্ত করা হবে। এজন্য এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের তথ্য অনলাইনে হালনাগাদ করতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ইএফটির মাধ্যমে বেতন-ভাতা দেওয়ার নাম করে কুচক্রী মহল বিভিন্ন মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে বলে তথ্য পাওয়া গেছে। যা মোটেও কাম্য নয়। কেউ অর্থ দাবি করলে তাকে থানায় হস্তান্তর করা এবং অধিদপ্তরে তার ব্যাপারে তথ্য পাঠানোর জন্য অনুরোধ করা হলো।’

এতে আরও বলা হয়, ‘ইএফটির মাধ্যমে বেতন-ভাতা প্রদানের লক্ষ্যে যেসব সংশোধনী প্রয়োজন সেসব তথ্য মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর নিজ উদ্যোগে সংগ্রহ ও যাচাইয়ের পর সংশোধনের ব্যবস্থা গ্রহণ করবে। এ বিষয়ে বিচলিত হবার প্রয়োজন নেই। তাছাড়া যেসব মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের ইএফটির মাধ্যমে বেতন-ভাতা পেতে বিলম্ব হবে, চলমান প্রক্রিয়াতেই তাদের বেতন-ভাতা প্রদানের কাজ অব্যাহত থাকবে। সুতরাং কাউকে দুশ্চিন্তাগ্রস্ত না হওয়ার জন্য অনুরোধ করা হলো।’

এসআই/

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img