spot_img

বরকোটা স্কুল এন্ড কলেজের তাক লাগানো সাফল্য

এসম্পর্কিত আরো পড়ুন

এডুকেশন টাইমস ডেস্ক: জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ উপলক্ষে কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলা পর্যায়ে তাক লাগানো সাফল্য অর্জন করেছে বরকোটা স্কুল এন্ড কলেজ। প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা ১৩টি ইভেন্টে প্রথম স্থান অর্জন করেছে।

বরকোটা স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ দায়িত্ব গ্রহণের পর একের পর এক পড়াশোনা ও অন্যান্য সহশিক্ষা কার্যক্রমে এগিয়ে যাচ্ছে।

- বিজ্ঞাপন -

এই গুণী শিক্ষক জামালপুরের শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয়ে সাবেক উপাচার্য, রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক কোষাধ্যক্ষ এবং চট্টগ্রাম ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক চেয়ারপারসনের দায়িত্ব পালন করেছেন।

বরকোটা স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা বলেন, জাতীয় শিক্ষাবিদ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব গ্রহণের পর শিক্ষার মান যেমন বেড়েছে; পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও আগ্রহের পরিবেশ তৈরি হয়েছে। যা শিক্ষার্থীদের বিশেষভাবে দক্ষ করে তুলছে। আরও বেশি মানসিকভাবে প্রেরণা জোগাচ্ছে।

প্রথম স্থান অধিকারী শিক্ষার্থীরা হলেন- ক বিভাগের আবৃত্তিতে ইফরাত হোসেন (অষ্টম শ্রেণি), রবীন্দ্রসঙ্গীতে শ্রেষ্ঠা আচার্য্য (ষষ্ঠ শ্রেণি), নজরুল সঙ্গীতে মৃন্ময়ী দাস ঐশী (অষ্টম শ্রেণি), জারিগানে মন্দিরা দাস ও তার দল (অষ্টম শ্রেণি), লোক নৃত্যতে প্রিয়ন্তী দাস (ষষ্ঠ শ্রেণি)

খ বিভাগের দেশাত্মবোধক গানে মিথি দাস (নবম শ্রেণি), তাৎক্ষনিক অভিনয়ে সৈয়দা সায়মা সাফা (দশম শ্রেণি), লোক নৃত্যতে আফরিন সুলতানা (নবম শ্রেণি), উচ্চাঙ্গ নৃত্যতে আফরিন সুলতানা (নবম শ্রেণি), জারি গানে আফরিন সুলতানা, মিতানা ও তার দল।

গ বিভাগের লোক নৃত্যতে তানিয়া আক্তার (একাদশ শ্রেণি), উচ্চাঙ্গ নৃত্যতে তায়েবা আক্তার (একাদশ শ্রেণি), জারি গানে রিকা চক্রবতী ও তার দল (দ্বাদশ শ্রেণি)।

বরকোটা স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ বলেন, প্রতিষ্ঠানটিতে দায়িত্ব পাওয়ার পর থেকেই একাডেমিক কর্মকাণ্ডের পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডে উন্নয়নের জন্য বিশেষ উদ্যেগ গ্রহণ করি। আর এই উদ্যোগে শিক্ষার্থীরা সাড়া দেওয়ায় আমাদের আজকের এই সফলতা। তারা আরও সাফল্য অর্জন করে প্রতিষ্ঠানের নাম আলোকিত করবে।

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img