spot_img

সারাদেশে একযোগে এইচএসসি পরীক্ষা ৩০ জুন থেকেই

এসম্পর্কিত আরো পড়ুন

এডুকেশন টাইমস ডেস্ক: 

সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ার কারণে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ৯ জুলাই থেকে শুরু হওয়ার কথা থাকলেও পরীক্ষাগুলো যথারীতি আগের রুটিন অনুযায়ী অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড। ফলে, সারাদেশে ৩০ জুন থেকেই পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৯ জুলাই থেকে যে পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল, সেগুলো সিলেট বিভাগেও যথারীতি অনুষ্ঠিত হবে। আর স্থগিত পরীক্ষার সময়সূচি পরে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

- বিজ্ঞাপন -

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, সিলেট বিভাগ ছাড়া মাদরাসা বোর্ড, কারিগরি বোর্ড ও অন্য সাধারণ আটটি বোর্ডের পরীক্ষাগুলো প্রকাশিত সময়সূচি অনুযায়ী যথারীতি ৩০ জুন থেকে অনুষ্ঠিত হবে।

সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান রমা বিজয় সরকার গণমাধ্যমকে জানান, সিলেট বিভাগের এইচএসসি ও সমমানের পরীক্ষা পেছানো হবে না। ৯ জুলাই থেকে যে পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল, সেগুলো আগের রুটিন অনুযায়ী যথারীতি হবে। বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

ইএইচ/

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img