spot_img

কাচালং সরকারি কলেজ কেন্দ্রের এইচএসসি পরীক্ষা স্থগিত

এসম্পর্কিত আরো পড়ুন

রাঙ্গামাটি প্রতিনিধি: 

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় বন্যার কারণে কাচালং সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রে বৃহস্পতিবার (৪ই জুলাই) এইচএসসি পরীক্ষা স্থগিত করেছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড।

- বিজ্ঞাপন -

বুধবার (৩ জুলাই) সন্ধ্যায় এই সংক্রান্ত এক সভা শেষে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এএমএম মুজিবুর রহমান স্বাক্ষরিত এক নির্দেশনায় এই তথ্য জানানো হয়েছে।

এর আগে কলেজ অধ্যক্ষ নজরুল ইসলাম, কলেজ ক্যাম্পাসে ৩ থেকে ৫ ফুট পানি উঠায় পরীক্ষা নেয়ার মতো পরিস্থিতি না থাকার বিষয়টি জানিয়ে পরীক্ষা স্থগিতের জন্য উপজেলা প্রশাসনের মাধ্যমে জেলা প্রশাসনকে আবেদন করেন। এরই প্রেক্ষিতে জেলা প্রশাসক শিক্ষা বোর্ড বরাবরে এই সংক্রান্ত চিঠি পাঠায়,যার জের ধরেই পরীক্ষা স্থগিত করা হয়েছে।

নোটিসে বলা হয়েছে, রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার কাচালং সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রের বৃহস্পতিবার অনুষ্ঠেয় ইংরেজি (আবশ্যিক) প্রথমপত্র, বিষয় কোড ১০৭-এর পরীক্ষা স্থগিত করা হলো।

রাঙ্গামাটি জেলা প্রশাসক বলেন, বাঘাইছড়ি উপজেলার কাচালং সরকারি ডিগ্রি কলেজের পরীক্ষা কেন্দ্রে বৃহস্পতিবার অনুষ্ঠেয় এইচএসসি পরীক্ষা স্থগিত করেছে শিক্ষা বোর্ড। তবে উপজেলার আরেক কেন্দ্র শিজক কলেজে সারা দেশে যেভাবে পরীক্ষা চলছে সেভাবেই পরীক্ষা হবে। শুধু কাচালং কলেজের পরীক্ষা কেন্দ্রটা স্থগিত করা হয়েছে।

 

ইএইচ/

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img