spot_img

একাদশে ভর্তির দ্বিতীয় ধাপ ও প্রথম মাইগ্রেশনের ফলাফল প্রকাশিত

এসম্পর্কিত আরো পড়ুন

এডুকেশন টাইমস ডেস্ক:

চলতি বছরের একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপের আবেদনের ফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জুলাই) রাত ৮টায় এ ফল প্রকাশিত হয়। সেই সাথে প্রথম মাইগ্রেশনের ফলাফল প্রকাশিত হয়েছে।

- বিজ্ঞাপন -

শিক্ষার্থীরা একাদশ শ্রেণির ভর্তির ওয়েবসাইটে (https://xiclassadmission.gov.bd/) প্রবেশ করে ফলাফল দেখতে পারবেন। পাশাপাশি শিক্ষার্থীদের  নিবন্ধিত মোবাইল নম্বরেও এসএমএসের মাধ্যমে মনোনীত কলেজ ও মাইগ্রেশনের পর আবেদনকারী কোন কলেজে মনোনীত হয়েছে তা জানিয়ে দেওয়া হবে। একাদশে ভর্তির ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তির লক্ষ্যে পছন্দক্রম অনুযায়ী প্রথম মাইগ্রেশনের ফল এবং দ্বিতীয় ধাপের আবেদনের ফল প্রকাশিত হয়েছে। দ্বিতীয় ধাপে আবেদনের ভিত্তিতে যারা নির্বাচিত হয়েছেন, নির্বাচন নিশ্চায়নের জন্য নিজ পোর্টালে লগ ইন করুন এবং পেমেন্ট গেটওয়ের মাধ্যমে নিশ্চায়নের ফি প্রদানপূর্বক নির্বাচন নিশ্চায়ন করুন।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, দ্বিতীয় ধাপে নির্বাচিত হয়ে কলেজে মনোনীতদের দ্রুত নিশ্চায়ন করতে হবে। একই সঙ্গে তারা যদি মাইগ্রেশন না করতে চায়, তাহলে স্টপ মাইগ্রেশন অপশন পূরণ করতে হবে।

প্রসঙ্গত, তৃতীয় ধাপে আবেদন ও ভর্তি আগামী ৯ ও ১০ জুলাই চলবে। ১২ জুলাই তৃতীয় ধাপের ফল প্রকাশ করা হবে। এরপর ১৩ ও ১৪ জুলাই তৃতীয় ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের প্রাথমিক নিশ্চায়ন করতে হবে।

তিন ধাপে নির্বাচিত এবং সফলভাবে নিশ্চায়ন করা শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া চলবে ১৫ থেকে ২৫ জুলাই পর্যন্ত। ৩০ জুলাই অনুষ্ঠানিকভাবে সারাদেশে একযোগে একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হবে।

নির্বাচন ও নিশ্চায়ন সংক্রান্ত নির্দেশিকা দেখুন এ লিংকে ক্লিক করুন ।

 

ইএইচ/

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img