spot_img

সড়কজুড়ে গ্রাফিতি আঁকছেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থীরা

এসম্পর্কিত আরো পড়ুন

তামিরুল মিল্লাত সংবাদদাতা: দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা দেয়ালে গ্রাফিতি আঁকছেন। গ্রাফিতির মাধ্যমে তারা ছড়িয়ে দিচ্ছেন নতুন বাংলাদেশের গল্প। সেই কার্যক্রমে এবার যুক্ত হলো তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা।

রবিবার (১১ আগস্ট) গাজীপুর মহানগরী টঙ্গীর এরশাদনগর এলাকার বিভিন্ন দেয়ালে বিপ্লব ও গণঅভ্যূত্থান সংশ্লিষ্ট বিভিন্ন গ্রাফিতি আঁকেন মাদ্রাসার শিক্ষার্থীরা।

- বিজ্ঞাপন -

সরজমিনে দেখা যায়, তা’মীরুল মিল্লাত মাদরাসার প্রধান ফটকের সামনে অবস্থিত উড়ালসেতু এবং মাদ্রাসার আশপাশের সকল দেয়ালজুড়ে বিভিন্ন রংয়ের লেখা মুছে ফেলে তাঁরা আঁকছেন গ্রাাফিতি। যাতে স্থান পাচ্ছে আন্দোলনের বিভিন্ন প্রকার দ্রোহের চিত্র। সাধারণ মানুষও তাদের এসব কাজকে উৎসাহিত করছেন। কেউ ভিডিওগ্রাফি করছেন, আবার কেউ ফটোগ্রাফি তুলছেন।

মাদ্রাসার শিক্ষার্থীরা জানিয়েছেন, দেয়াল লিখন মুছে দেয়ালজুড়ে আন্দোলন সংশ্লিষ্ট আমাদের গৌরবের বিভিন্ন বিষয় নিয়ে দেয়ালচিত্র আঁকছি। চব্বিশের আন্দোলনের কথা আগামীর প্রজন্ম জানবে। রং তুলি দিয়ে আঁকা দেয়ালচিত্র দেখতে অসাধারণ, যা দেখতে সুন্দর লাগে। আবার আমাদের গৌরবময় স্মৃতিগুলো ফুটে ওঠে।

দেয়ালচিত্র ও গ্রাফিতি অঙ্কন কার্যক্রমে উপস্থিত ছিলেন চিত্রকর ও ক্যালিওগ্রাফার সাইদুর রহমান, রাকিবুল হাসান রাফিসহ অন্যান্যরা। এবং সহযোগী হিসেবে যুক্ত ছিলেন আশপাশের বিভিন্ন কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী। আগামী কয়েকদিন তাদের এ গ্রাফিতি কার্যক্রম চলমান থাকবে বলেও জানিয়েছেন তারা।

এসএস/

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img