spot_img

সমুদ্রে জরিপ পরিচালনার রোবট তৈরি করে যে কোম্পানি

এসম্পর্কিত আরো পড়ুন

সমুদ্রে জরিপ পরিচালনা ও তথ্য সংগ্রহের জন্য স্বয়ংক্রিয় রোবট তৈরি করে বার্লিনের একটি কোম্পানি৷ এসব রোবট তৈরির কৌশল খুঁজে পেতে কোম্পানিটি সামুদ্রিক বিভিন্ন প্রাণীর কাছ থেকে অনুপ্রেরণা নিয়ে থাকে৷

এই কোম্পানির নাম ইভোলজিক্স৷ এর প্রধান নির্বাহী ফাবিয়ান বানাশ বলেন, ‘‘আমরা প্রকৃতির সৌন্দর্য, তার রূপ, তার নান্দনিকতা এবং এটি যেভাবে কার্যকর থাকে তা পছন্দ করি৷ সবকিছুর একটা প্রযুক্তিগত উদ্দেশ্য থাকে৷ এসব যন্ত্রের আকার অনেক বেশ ডায়নামিক হয়ে থাকে, হাইড্রোডাইনামিক ড্র্যাগ অনেক কম থাকে, এগুলো সামনে এগোতে অনেক কম শক্তি ক্ষয় করে, আর শব্দও অনেক কম হয়৷ আর যোগাযোগ প্রযুক্তির জন্য আমরা ডলফিনের কাছ থেকে অনুপ্রেরণা নিচ্ছি৷ এছাড়া ডাটা কানেকশনও অনেক ভালো… আর সবকিছুই অনেক পরিবেশবান্ধব৷”

- বিজ্ঞাপন -

ইভোলজিক্সের সবচেয়ে বেশি বিক্রিত যন্ত্রের নাম সনোবোট, যা একটি ছোট্ট কাটামারান৷ এটি দিয়ে সহজে ও দ্রুত কোনো এলাকায় পানির গভীরতা মাপা যায়৷ কাটামারানে থাকা কম্পিউটার এআই ব্যবহার করে, যা হারিয়ে যাওয়া পণ্য বা এমনকি মানুষও খুঁজে পেতে সহায়তা করে৷

বর্তমানে ইভোলজিক্সে প্রায় ১০০-র মতো কর্মী আছে৷ দিনে তারা এক বা দুটি সনোবোট তৈরি করছেন৷ কনফিগারেশনের উপর নির্ভর করে এগুলোর দাম এক থেকে পাঁচ লাখ ইউরো হয়ে থাকে৷ প্রায় ৬৫ দেশের ক্রেতা বাঁধ, উইন্ডপার্ক, ব্রিজ তৈরিতে… বা পাইপলাইনের দেখাশোনা করতে এগুলো ব্যবহার করছেন৷ হার্বার এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো দেখাশোনা করতেও এটি ব্যবহৃত হয়ে থাকে৷

ফাবিয়ান বানাশ বলেন, ‘‘অবশ্যই আমরা ভূ-রাজনৈতিক এবং ভূ-কৌশলগত বিভিন্ন ঘটনার কথা মাথায় রেখে কাজ করি৷ চীন, রাশিয়া জড়িত থাকায় কৃষ্ণ সাগর ও দক্ষিণ চীন সাগর এলাকায় বিশেষ চ্যালেঞ্জ রয়েছে৷ এই চ্যালেঞ্জ মোকাবিলায় মেরিটাইম সলিউশন প্রয়োজন৷ জার্মানি ও ইউরোপে মেরিটাইম নিরাপত্তা এখন বড় ইস্যু, এবং এটা আমাদের মেনে চলতে হবে৷”

আর এসব চ্যালেঞ্জ মোকাবিলায় তার সহায়তা করার কথা৷ আর সেজন্য আছে কোয়াড্রোইন, আরেকটি মেরিটাইম রোবট, দেখতে পেঙ্গুইনের মতো৷ সনোবোটের মতো এটি পানির অনেক গভীরে গিয়ে মেরিটাইম ও পরিবেশের অনেক তথ্য সংগ্রহ করতে পারে৷ এটি রিমোট কন্ট্রোল দিয়ে নিয়ন্ত্রণ করা যায়… বা এটি স্বয়ংক্রিয়ভাবেও চলতে পারে৷

বিভিন্ন কোম্পানি এই প্রযুক্তির প্রতি আগ্রহী হয়ে উঠছে৷ সেই সঙ্গে পুলিশ, এমনকি সামরিক বাহিনীরও দৃষ্টি কাড়ছে এটি৷

সূত্র: ডয়েচে ভেলে বাংলা

এসআই/

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img