spot_img

বিনামূল্যে এআই কোর্স করাবে ‘এনভিডিয়ার’

এসম্পর্কিত আরো পড়ুন

ই-কমার্স খাতে নতুন মাইলফলক

বিশ্বের শীর্ষ চিপ নির্মাতা এনভিডিয়ার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ডেটা সায়েন্স শেখার সুযোগ উন্মুক্ত করেছে। কোম্পানিটি ১৯টি এআই কোর্স বিনামূল্যে অফার করছে, যার প্রতিটির মূল্য সাধারণত ৯০ ডলার পর্যন্ত হতে পারে।

এ কোর্সগুলো এনভিডিয়ার ডেভেলপার প্রোগ্রামের অংশ এবং পাঁচটি বিভাগে বিভক্ত-জেনারেটিভ এআই ও লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম), গ্রাফিকস ও সিমুলেশন, এক্সিলারেটেড কম্পিউটিং, ডেটা সায়েন্স এবং ডিপ লার্নিং। সেলফ-পেসড হওয়ায় অংশগ্রহণকারীরা নিজের সুবিধামতো সময়ে এগুলো সম্পন্ন করতে পারবেন।

- বিজ্ঞাপন -

বিশেষভাবে, ‘প্রম্পট ইঞ্জিনিয়ারিং উইথ লামা ২’ কোর্স ব্যবহারকারীদের প্রাকৃতিক ভাষার মডেল ব্যবহারে দক্ষ করে তুলবে। এছাড়া, ‘ডিপ লার্নিং’ বিভাগে আটটি গুরুত্বপূর্ণ কোর্স রয়েছে। এ উদ্যোগ এমন সময় এলো, যখন চীনের ডিপসিক স্টার্টআপের এআই মডেল ‘আর ১’ প্রযুক্তি বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে। কম খরচে প্রশিক্ষিত এ মডেল ওপেনএআই-এর চ্যাটজিপিটি-এর মতোই কার্যকর, যা শেয়ারবাজারে বিশাল প্রভাব ফেলেছে। ডিপসিকের উত্থানের ফলে এনভিডিয়ার বাজারমূল্য ৬০০ বিলিয়ন ডলার কমে গেছে।

এনভিডিয়ার কোর্স পেতে বিনামূল্যে তাদের ডেভেলপার প্রোগ্রামে নিবন্ধন করতে হবে। এটি এআই শিক্ষায় আগ্রহীদের জন্য একটি বড় সুযোগ, যা প্রযুক্তি জগতে নতুন সম্ভাবনা সৃষ্টি করবে।

/ইএইচ

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img