এডুকেশন টাইমস
২৭ অক্টোবর ২০২৪, ২:৪১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রাশিয়ায় উত্তর কোরিয়ার সেনা নিয়ে কেন এই হইচই

এডুকেশন টাইমস ডেস্ক: এ ব্যাপারে এখন আর কোনো সন্দেহ নেই যে উত্তর কোরিয়ার সেনারা রাশিয়ার পূর্ব দিকের প্রান্তীয় অঞ্চলে প্রশিক্ষণ নিচ্ছে। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো অনুমান করছে, এদের অনেকে শিগগিরই কুরস্ক অঞ্চলে যুদ্ধে যুক্ত হবে।

এই অনুমান যদি সত্যি হয়, তাহলে সেটা রাশিয়ানদের ওপর উল্টো ফল বয়ে আনতে পারে। একই সঙ্গে উত্তর কোরিয়ার কিম জন উনের শাসনকে অস্থিতিশীল করে তুলতে পারে।

এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে কুরস্ক রাশিয়ার ভূখণ্ড। ইউক্রেনীয়রাই কুরস্কে আগ্রাসন চালিয়েছে। আমরা যেটা বুঝতে পারছি সেটা হলো, ইউক্রেনীয়রা প্রচুর লোকবল ও সরঞ্জাম হারিয়েছে এবং ধীরে ধীরে তাদের কুরস্কের গ্রামাঞ্চল থেকে পিছু হটতে হচ্ছে।

তিন হাজার কিংবা দশ হাজার উত্তর কোরীয় সেনা যুদ্ধক্ষেত্রে কোনো পার্থক্য তৈরি করতে পারবে না। রাশিয়ার একেকটি কমব্যাট ব্রিগেডে ৮ হাজারের মতো সেনা থাকে। ফলে উত্তর কোরিয়ার সেনা যুক্ত হলে রাশিয়ার এক ব্রিগেডের মতো শক্তি বাড়বে।

এখন পর্যন্ত খবরে জানা যাচ্ছে, উত্তর কোরিয়ার সেনারা পদাতিক সেনা। তারা কোনো সাঁজোয়া যান কিংবা কোনো গোলাবারুদ নিয়ে যায়নি। রাশিয়ার যুদ্ধ কৌশল নিয়ে তাদের ন্যূনতম প্রশিক্ষণ থাকলেও তাদের বেশির ভাগই রুশ ভাষা জানে না।

উত্তর কোরিয়ানরা যদি রুশ ভূখণ্ডে সত্যিই কেউ যুদ্ধ করে থাকে তাহলে তারা ভাড়াটে সেনা। পশ্চিমারা সম্মিলিতভাবে ইউক্রেনকে ১৩ হাজার ভাড়াটে সেনা পাঠিয়েছে। এর বাইরেও আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এবং জটিল যোগাযোগব্যবস্থা পরিচালনার জন্য অজানাসংখ্যক পোশাকধারী উপদেষ্টা ও বিশেষজ্ঞও তারা পাঠিয়েছে।

রাশিয়ার আইনসভা ডুমা সম্প্রতি উত্তর কোরিয়ার সঙ্গে একটি প্রতিরক্ষা চুক্তি অনুমোদন দিয়েছে। এই চুক্তি অনুযায়ী দুই দেশের যেকোনো একটি দেশ আক্রান্ত হলে পরস্পরকে রক্ষায় অন্য দেশ সহযোগিতা করবে।

কুরস্কে ইউক্রেনীয়দের আক্রমণ রাশিয়ার ভূখণ্ডে আগ্রাসনের শামিল বিবেচনা করে উত্তর কোরিয়ার সঙ্গে রাশিয়ার যৌথ সামরিক চুক্তিটি বাস্তবায়ন করতে পারে।

উত্তর কোরিয়ার সামরিক শক্তি নিয়ে কেউ ভালো করে জানে না। ১৯৫৩ সালে কোরীয় যুদ্ধ অবসানের পর দেশটি আর কোনো স্থলযুদ্ধে অংশ নেয়নি। যেকোনো দিক থেকে বিবেচনা করলে উত্তর কোরিয়ার পিপলস আর্মি অনভিজ্ঞ এবং তাদের কাছে আধুনিক সমরাস্ত্রের ঘাটতি আছে।

অন্যদিকে রাশিয়া যুদ্ধের কাজে উত্তর কোরিয়ার সেনাদের ব্যবহার করা হলে সেটা ইউক্রেনের জন্য ভয়ের কোনো কারণ হতে পারে না। কেননা উত্তর কোরিয়ার সেনাদের কীভাবে ব্যবহার করতে হবে তা নিয়ে ভজকট পাকিয়ে ফেলবে রাশিয়া। তাতে করে কুরস্ক অঞ্চলটি পুনরুদ্ধার করার প্রচেষ্টা ব্যাহত হবে।

উত্তর কোরিয়ার কাছে অপ্রচলিত ট্যাংক আছে। কিন্তু রাশিয়ার কাছে সে ধরনের ট্যাংক নেই। উত্তর কোরিয়ার হাতে পর্যাপ্ত গোলাবারুদ আছে, কিন্তু সেই গোলাবারুদ ব্যবহার করার উপযুক্ত অস্ত্র রাশিয়ার কাছে নেই। উত্তর কোরিয়ার সেনাবাহিনীর যোগাযোগব্যবস্থা এবং কমান্ড ও কন্ট্রোল সিস্টেম সম্পর্কে পর্যাপ্ত তথ্য পাওয়া না গেলেও এটি নিশ্চিত যে সেটা সেকেলে। ফলে উত্তর কোরিয়ার সেনাবাহিনী কীভাবে অনেক বেশি আধুনিক রুশ বাহিনীর সঙ্গে যোগসূত্র স্থাপন করতে পারবে, সেটা একটি খোলা প্রশ্ন।

এখন প্রশ্ন হলো, ইউক্রেনীয়রা কেন কুরস্কে উত্তর কোরিয়ার সেনাদের যুদ্ধ করা না–করা নিয়ে এতটা উতলা হয়ে উঠল। এর কারণ খুব সরল। জেলেনস্কি ও তাঁর সেনাপ্রধান বুদানভ চান যে পশ্চিমারা সরাসরি ইউক্রেনে সেনা পাঠাক এবং রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেনকে পরাজয়ের হাত থেকে রক্ষা করুক।

ইউক্রেনকে ন্যাটোর সদস্য করা এবং দেশটিতে তাদের সেনা পাঠানোর ব্যাপারে ন্যাটোর মধ্যে কোনো ঐকমত্য হয়নি। এটা সত্য যে ফ্রান্স সেটা চাইলেও জার্মানি, পোল্যান্ডসহ অন্য অনেক দেশ এ অবস্থানের পক্ষে নয়।

কিন্তু ইরাক যুদ্ধের সময় আমরা দেখেছি, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্সসহ ন্যাটোর দেশগুলো জোটবদ্ধভাবে আক্রমণ করেছিল। ইউক্রেনের ক্ষেত্রে সেটা ঘটাতে হলে জার্মানি, পোল্যান্ডের মতো অনিচ্ছুক দেশগুলোকে বুঝিয়ে-শুনিয়ে মানাতে হবে। কিন্তু বাস্তবে সেটা অসম্ভব বলেই মনে হয়।

এ রকম একটি জোট গঠিত হলে সেনা ও রসদ সরবরাহের জন্য পোল্যান্ডের মাটিকে ঘাঁটি হিসেবে ব্যবহার করতে দিতে হবে। পোল্যান্ড চায় না তাদের দেশ রাশিয়ার মিসাইল ও বোমায় আক্রান্ত হোক। সে কারণে এ ধরনের জোট গঠনে পোল্যান্ডের সক্রিয় ভূমিকা রাখার সুযোগ প্রায় শূন্য।

এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে উত্তর কোরিয়ার সেনারা রাশিয়ার হয়ে যুদ্ধ করবে—এই হুমকি সৃষ্টি করে জাতিসংঘের সঙ্গে উপহাস করছেন ভ্লাদিমির পুতিন। কিন্তু পুতিনকে এটা অবশ্যই জানতে হবে যে উত্তর কোরিয়ার সেনা রাশিয়ার জন্য বোঝা হয়ে দাঁড়াবে।

ইউক্রেনীয় বাহিনীর সামনে সুযোগ তৈরি করে দেবে উত্তর কোরীয় সেনাদের হত্যা করতে। সেটা উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যে বন্ধুত্ব দৃঢ় করার পরিবর্তে ক্ষতি করবে।

একইভাবে বহুসংখ্যক হতাহতের ঘটনা উত্তর কোরিয়া কিম জং উনের শাসনকে অস্থিতিশীল করে তুলবে। একটি পরিবারতান্ত্রিক নৃশংস স্বৈরশাসনে দেশটির জনগণ কতটা নিরাপদ, সেটা জানার কোনো বাস্তব তথ্য নেই।

অন্যদিকে রাশিয়া যুদ্ধের কাজে উত্তর কোরিয়ার সেনাদের ব্যবহার করা হলে সেটা ইউক্রেনের জন্য ভয়ের কোনো কারণ হতে পারে না। কেননা উত্তর কোরিয়ার সেনাদের কীভাবে ব্যবহার করতে হবে তা নিয়ে ভজকট পাকিয়ে ফেলবে রাশিয়া। তাতে করে কুরস্ক অঞ্চলটি পুনরুদ্ধার করার প্রচেষ্টা ব্যাহত হবে।

আমি নিশ্চিত যে ইউক্রেনের নেতারা এটা ভালো করেই জানেন। কিন্তু তাঁরা এই আশাতেই শোরগোল তুলছেন, যাতে পশ্চিমা সেনারা এসে তাঁদের পরাজয়ের হাতে থেকে উদ্ধার করে।

স্টিফেন ব্রায়েন, যুক্তরাষ্ট্রের সিনেট ফরেন রিলেশন্স কমিটির একটি উপকমিটির স্টাফ ডিরেক্টরএশিয়া টাইমস থেকে নেওয়া, ইংরেজি থেকে অনূদিত

এসএস/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৮ বছর পর প্রকাশ্যে নবীনদের বরণ করল হাবিপ্রবি শাখা ছাত্রশিবির

ওয়ান ব্যাংকে নিয়োগ, প্রবেশনে বেতন ৫৫,০০০ টাকা

ছাত্রশিবির শতভাগ মাদকমুক্ত: শিবির সেক্রেটারি

শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ-আহতদের বিষয়ে মাউশির নতুন নির্দেশনা

মেডিকেল ভর্তি বিজ্ঞপ্তি সম্পর্কে যা জানা গেল

ববিতে মানবধিকার সংগঠন ‘সোচ্চার স্টুডেন্টস’ নেটওয়ার্কের যাত্রা শুরু

আবারো মহাসমাবেশের ডাক চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ প্রত্যাশীদের

পিকনিকে গিয়ে প্রাণ হারালেন বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী

জাবিতে জুলাই হামলার তদন্ত কমিটির প্রধানকে প্রাণনাশের হুমকি

প্রথম বর্ষের শিক্ষার্থীদের ১০টি বাসে করে শিক্ষা সফরে নিয়ে গেল রাবি ছাত্রশিবির

১০

সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজে বড় নিয়োগ, দেবে আবাসন ও নগর ভাতা

১১

ভিকারুননিসা নূন স্কুলের ভর্তি বিজ্ঞপ্তি

১২

মেডিকেল ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ হবে যেদিন

১৩

জামায়াতে ইসলামীর ভারত-বিরোধিতা ধারণা ভিত্তিহীন: ডা. শফিকুর রহমান 

১৪

আগোরায় চাকরি, সাপ্তাহিক ছুটি ২ দিনসহ দেবে নানান সুবিধা

১৫

ববির ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন একাদশ ব্যাচ

১৬

সকল টিভি চ্যানেলে ‘জুলাই অনির্বাণ’ ভিডিওচিত্র প্রচারের উদ্যোগ 

১৭

নিটল মটরস লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

১৮

এইচএসসি পড়ুয়া শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করছে ইমদাদ-সিতারা খান ফাউন্ডেশন

১৯

পুতিনের তৃতীয় বিশ্বযুদ্ধের হুঁশিয়ারি  

২০