এডুকেশন টাইমস ডেস্ক:
যুক্তরাজ্যে পাঁচ থেকে সাত বছর বয়সী শিশুদের মধ্যে প্রায় এক-চতুর্থাংশের হাতে এখন নিজস্ব স্মার্টফোন রয়েছে। যুক্তরাজ্যের অফিস অফ কমিউনিকেশনের (অফকম) এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
১৩ বছর বয়সে মেসেজিং পরিষেবা হোয়াটসঅ্যাপ ব্যবহার করে পাঁচজনের মধ্যে প্রায় দুজন। এর সঙ্গে এ বয়সীদের মধ্যে গত বছরের তুলনায় চলতি বছর সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের হারও বেড়েছে।
অফকম সতর্ক করে দিয়েছে, অভিভাবকদের মধ্যে নিয়ম প্রয়োগের হার কমছে। এ পরিসংখ্যান শিশুদের সুরক্ষার জন্য আরো কিছু করার দিকে মনোযোগ আকর্ষণ করছে।
মিডিয়া এবং অনলাইন জগতের সঙ্গে শিশুদের সম্পর্কের বার্ষিক পরিসংখ্যানে দেখা গেছে, মেসেজিং পরিষেবা ব্যবহার করে এমন পাঁচ থেকে সাত বছর বয়সী শিশুদের সংখ্যা ৫৯ থেকে বেড়ে ৬৫ শতাংশ হয়েছে।
সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী এই বয়সী শিশুর সংখ্যা ৩০ থেকে বেড়ে ৩৮ শতাংশ হয়েছে। লাইভস্ট্রিমের জন্য এ হার ৩৯ থেকে বেড়ে ৫০ শতাংশ হয়েছে। মাত্র ৪০ শতাংশ অনলাইনে গেম খেলে, যা গত বছর ছিল ৩৪ শতাংশ। ১৩ বছরের কম বয়সী অর্ধেকেরও বেশি শিশু সোশ্যাল মিডিয়া ব্যবহার করছে। এটি বেশিরভাগ বড় প্ল্যাটফর্ম ব্যবহারের নীতিমালার লঙ্ঘন।
অফকমের অনলাইন সেফটি গ্রুপের মার্ক বান্টিং বলেন, ‘আমি মনে করি, এ বিষয়ে আমাদের আরো সচেতন হতে হবে। আমরা দীর্ঘদিন ধরে জেনে এসেছি যে অনেক জনপ্রিয় অ্যাপ বয়সসীমার নিচের শিশুরা ব্যাপকভাবে ব্যবহার করছে। কোম্পানিগুলোকে এ শিশুদের নিরাপদ রাখার বিষয়ে পদক্ষেপ নেয়ার আইনি বাধ্যবাধকতার অধীনে আনতে হবে।’
এএআর/
মন্তব্য করুন