spot_img

দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টকে গ্রেপ্তারের চেষ্টা, বিক্ষোভকারী ও নিরাপত্তাকর্মীদের বাধা

এসম্পর্কিত আরো পড়ুন

এডুকেশন টাইমস ডেস্ক: দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক-ইওলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তাকে গ্রেপ্তার করতে শুক্রবার (৩ জানুয়ারি) সকালে দেশটির প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তারা প্রেসিডেন্টের বাসভবনের কমপাউন্ডে প্রবেশ করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত কর্মকর্তারা প্রেসিডেন্টের বাসভবন ঘিরে রেখেছেন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, অভিশংসিত দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওলের বাসভবনের কম্পাউন্ডে প্রবেশ করেছেন দেশটির দুর্নীতি তদন্তকারী কার্যালয়ের কিছু কর্মকর্তা ও পুলিশ। এ ধরনের ঘটনা নজিরবিহীন। সেটিই দক্ষিণ কোরিয়ায় ঘটল।

- বিজ্ঞাপন -

আদালতের নির্দেশ থাকার পরও গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে বাধার মুখে পড়েন কর্মকর্তারা। কমপাউন্ডের ভেতরে মূল বাসভবনের দিকে এগোতে প্রেসিডেন্টের নিরাপত্তা বাহিনী তাদের বাধা দেয়। বাইরে ইউনের সমর্থকরা জড়ো হয়ে বিক্ষোভ করছেন। তারাও নানাভাবে কর্মকর্তাদের কাজে বাধার সৃষ্টি করছেন।

তবে রয়টার্সের প্রতিনিধি প্রেসিডেন্সিয়াল সিকিউরিটি সার্ভিস (পিএসএস) ভেতরে ঠিক কী ধরনের আচরণ করছে তা নিশ্চিত হতে পারেনি। ধারণা করা হচ্ছে, পিএসএস গ্রেপ্তারি পরোয়ানা মেনে প্রেসিডেন্টকে গ্রেপ্তারের অনুমতি দেবে না। অপর সূত্র পিএসএসের দৃঢ়তার ব্যাপারে সন্দিহান। শেষমেশ প্রেসিডেন্টকে গ্রেপ্তারে তদন্তকারীদের বাধা অব্যাহত রাখবে কি না তাও নিশ্চিত নয়।

এদিকে কর্মকর্তারা এখনও গ্রেপ্তারের আশা ছাড়ছেন না। প্রেসিডেন্টের বাসভবনের বাইরের চত্বরে পুলিশের বেশ কয়েকটি বাস, কয়েক শ পুলিশকে অবস্থান নিতে দেখা গেছে। তারা অনড় অবস্থানে রয়েছে। ধারণা করা হচ্ছে, উচ্চ পর্যায়ের প্রতিনিধি প্রেসিডেন্টের সঙ্গে আলাপ-আলোচনা চালাচ্ছেন। সে সঙ্গে নিরাপত্তা বাহিনীর সঙ্গেও সমঝোতা করে কর্মকর্তারা উত্তেজনাকর পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা করছেন।

এর আগে দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইওলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। সিউলের একটি আদালত এ আদেশ জারি করেন। ৩১ ডিসেম্বর বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছিল।

৩ ডিসেম্বর সামরিক আইন জারির চেষ্টার অভিযোগে এ পরোয়ানার আদেশ দেওয়া হয়। বিদ্রোহ ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে একাধিক তদন্তের মুখোমুখি ইউন। গত দুই সপ্তাহে তার বিরুদ্ধে একাধিক জিজ্ঞাসাবাদের আয়োজন করা হয়। কিন্তু সেই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার আদেশ উপেক্ষা করেন তিনি। অবশেষে কর্তৃপক্ষের সামনে হাজির হওয়ার তিনটি সমন উপেক্ষা করার পরে এই পরোয়ানা আসে। তাকে গ্রেপ্তার করা হলে সিউল ডিটেনশন সেন্টারে আটক রাখা হতে পারে অথবা অন্য কোনো কারাগারেও পাঠাতে পারেন আদালত।

/ইএইচ

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img