spot_img

ইসরাইলি সেনাদের বিরুদ্ধে বিভিন্ন দেশে অভিযোগ

এসম্পর্কিত আরো পড়ুন

এডুকেশন টাইমস ডেস্ক: গাজায় যুদ্ধাপরাধে অভিযুক্ত ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে বিশ্বের বিভিন্ন দেশের আদালতে ৫০টি অভিযোগ দাখিল করেছে ফিলিস্তিনপন্থি সংস্থাগুলো। স্থানীয় সময় সোমবার এ তথ্য জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম।

মন্ত্রী পর্যায়ের বৈঠকে উপস্থাপিত পরিসংখ্যান উদ্ধৃত করে বেশ কয়েকটি প্রতিবেদনে বলা হয়েছে,  ফ্রান্স, ব্রাজিল, শ্রীলঙ্কা, বেলজিয়াম, নেদারল্যান্ডস, থাইল্যান্ড, সার্বিয়া, আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং গ্রিক সাইপ্রাসে এই ধরনের অভিযোগ দায়ের করা হয়েছে।

- বিজ্ঞাপন -

এর আগে গত সপ্তাহে ব্রাজিলে এক ইসরায়েলি সেনার বিরুদ্ধে গাজায় যুদ্ধাপরাধের অভিযোগ করেছিল হিন্দ রজব ফাউন্ডেশন (এইচআরএফ) নামের একটি সংস্থা। আর ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেন ব্রাজিলের একটি আদালত।  তবে আদালতের এমন নির্দেশনার পরই তাকে ব্রাজিল ছেড়ে যেতে সহায়তা করে ইসরায়েল।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ভিডিওর ওপর ভিত্তি করে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হচ্ছে। গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইসরায়েলি সেনারা গাজা থেকে অসংখ্য ভিডিও পোস্ট করেছে, যাতে দেখা গেছে, তারা ফিলিস্তিনিদের বাড়িঘর উড়িয়ে দিচ্ছে কিংবা পুড়িয়ে দিচ্ছে। এ ছাড়া গাজায় এসব ধ্বংসযজ্ঞ চালানোর জন্য গর্ব করতেও দেখা গেছে সেনাদের।

এদিকে ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ‘বড় পরিসরে অভিযান’ শুরু করার আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার এক্স পোস্টে তিনি এই আহ্বান জানান। গতকাল সোমবার বাসে গুলিতে তিন ইসরায়েলি নিহত হওয়ার পরে স্মোট্রিচের এই মন্তব্য এলো। ইসরায়েলি বাহিনী অধিকৃত পূর্ব জেরুজালেমের জাবাল মুকাবের এলাকায় এক ফিলিস্তিনি বাসিন্দার বাড়ি ভেঙে মাটিতে মিশিয়ে দিয়েছে।

অন্যদিকে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এ নিয়ে গাজায় ৪৫ হাজার ৯০০ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল।

সূত্র:আলজাজিরা ও রয়টার্স

/ইএইচ

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img