এডুকেশন টাইমস
১ মে ২০২৪, ৪:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে কয়েক ডজন শিক্ষার্থী গ্রেফতার

এডুকেশন টাইমস ডেস্ক: ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ, কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে কয়েক ডজন শিক্ষার্থী গ্রেফতারযুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে অভিযান চালিয়ে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের দখলে নেওয়া ভবনের নিয়ন্ত্রণ নিয়েছে পুলিশ।

মঙ্গলবার (৩০ এপ্রিল) রাতে নিউ ইয়র্ক সিটি পুলিশের কর্মকর্তারা কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে গাজা যুদ্ধবিরোধী ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারীদের হটিয়ে দিয়েছে। এ সময় বহু বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে তারা।

জানা যায়, ইসরায়েলি আগ্রাসন বিরোধী আন্দোলন প্রথম শুরু হয় এই ইউনিভার্সিটি থেকে। আন্দোলনের শুরু থেকেই বিশ্ববিদ্যালয় প্রশাসন বিক্ষোভকারীদের বিরুদ্ধে কঠোর মনোভাব দেখিয়ে আসছে।

গ্রেপ্তার অভিযানের সময় পুলিশ চারটি স্টান গ্রেনেড ব্যবহার করে। নিউইয়র্ক পুলিশ দাবি করেছে, তাদেরকে ক্যাম্পাসে প্রবেশ করতে বাধা দেওয়ার চেষ্টা করেছিল কিছু বিক্ষোভকারী পুলিশকে। নিউইয়র্ক পুলিশের ভিডিওতে দেখা গেছে তারা হ্যামিল্টন হলের দ্বিতীয় তলার জানালা দিয়ে ভবনে ঢুকে পড়ছে।

কলম্বিয়া বিশ্ববিদ্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, ক্যাম্পাসে নিরাপত্তা ও শৃঙ্খলা ফেরাতে তাদের অনুরোধে নিউইয়র্ক পুলিশ বাহিনী ক্যাম্পাসে প্রবেশ করেছে। হ্যামিল্টন হল দখল ও ভাংচুরের খবর পেয়ে কর্তৃপক্ষ পুলিশ ডাকতে বাধ্য হয়। বিক্ষোভকারীদের কারণে ক্যাম্পাসের স্বাভাবিক কর্মকাণ্ড ব্যাহত হতে পারে না।

নিউইয়র্ক পুলিশ বিভাগকে পাঠানো একটি চিঠিতে কলাম্বিয়া ইউনিভার্সিটির প্রেসিডেন্ট মিনোচে শফিক বলেন, হলের দখল নেওয়ার নেতৃত্বে যারা রয়েছেন, তারা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সম্পর্কযুক্ত নয়। সেই সঙ্গে তিনি হ্যামিল্টন হলসহ পুরো বিশ্ববিদ্যালয় থেকে বিক্ষোভকারীদের সরিয়ে নেওয়ার জন্য নিউ ইয়র্ক পুলিশের সাহায্য চেয়েছিলেন।

গ্রেপ্তার অভিযানের সময় পুলিশ চারটি স্টান গ্রেনেড ব্যবহার করে। নিউইয়র্ক পুলিশ দাবি করেছে, তাদেরকে ক্যাম্পাসে প্রবেশ করতে বাধা দেওয়ার চেষ্টা করেছিল কিছু বিক্ষোভকারী পুলিশকে। নিউইয়র্ক পুলিশের ভিডিওতে দেখা গেছে তারা হ্যামিল্টন হলের দ্বিতীয় তলার জানালা দিয়ে ভবনে ঢুকে পড়ছে।

যুক্তরাষ্ট্রের টিভি চ্যানেলগুলোতে যেসব ছবি দেখানো হচ্ছে তাতে কলাম্বিয়া লেখা টি শার্ট পরা অনেককেই একই ধরনের বাসে ওঠাতে দেখা যাচ্ছে। তবে কত শিক্ষার্থীকে আটক করা হয়েছে তা এখনো জানা যায়নি। তবে বিভিন্ন মার্কিন গণমাধ্যমের দাবি, কয়েক ডজন শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে।

একজন পুলিশ কর্মকর্তা সিএনএনকে বলেছেন, তারা রাতের এ অভিযানে শুধুমাত্র ফ্ল্যাশব্যাং গ্রেনেড (যা জোরে শব্দ তৈরি করে আলোর ঝলকানি তৈরি করে) ব্যবহার করেছে এবং কোনো টিয়ারশেল ব্যবহার করেনি। তবে গ্রেপ্তার অভিযান চলার সময় ক্যাম্পাসের বাইরে চরম বিশৃঙ্খলার খবর দিয়েছে বিবিসি।

এর আগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পুলিশ পাঠিয়ে অন্য অনেক শিক্ষার্থীকে হয়রানি ও ভয়ের পরিবেশ তৈরি করার অভিযোগে একশর মতো বিক্ষোভকারীকে আটক করা হয়। এরপরই যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ শুরু হয়। ত্রিশটির বেশি বিশ্ববিদ্যালয়ে এই বিক্ষোভ ছড়িয়ে পরে।

টেক্সাস, ক্যালিফোর্নিয়া, জর্জিয়া, নর্থ ক্যারোলিনা, উটাহ, ভার্জিনিয়া, নিউ মেক্সিকো, নিউ জার্সি, কানেক্টিকাট ও লুজিয়ানার ক্যাম্পাসগুলো থেকে পুলিশ অন্তত এক হাজার বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে। তবে বাকি বিশ্ববিদ্যালয়গুলো ভিন্ন কৌশল নেয় এবং তারা বিক্ষোভকে বাধাহীনভাবে চলতে দেয়।

এএকে/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার রাষ্ট্রপতিকে অপসারণের দাবি জানালেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ 

ইউনূসের সরকার ওয়ান ইলেভেনের মতোই: ফরহাদ মজহার

শিক্ষার্থীদের খোঁজ নিতে হঠ্যাৎ করেই পাবিপ্রবির হলে উপাচার্য

দুইদিন ব্যাপি পাবিপ্রবিতে ১৫তম আইইইই দিবস পালিত

রাজনৈতিক দলগুলোর সঙ্গে শনিবার থেকে বৈঠক শুরু প্রধান উপদেষ্টার

প্রয়োজন হলে জামায়াতের সাথে এক হয়ে কাজ করবো: মুফতি ফয়জুল করীম

দেশে ফিরেছেন ইসলামি বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী

‘রাজনৈতিকভাবে সরকারের অধিকর্তাবৃন্দ স্থায়ী প্রশাসন কে নিয়ন্ত্রণ করে’

কুবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু ২৭ অক্টোবর

শাল্লায় অ্যাকাডেমিক ভবন প্রধান শিক্ষক ও তার ভাইয়ের দখলে

১০

পরীক্ষা দিতে এসে শিক্ষার্থীদের তোপের মুখে ইবি ছাত্রলীগের ২ নেতা

১১

ঢাবি ছাত্রশিবিরের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ

১২

শিক্ষক জসিমকে বাধ্যতামূলক ছুটি দিলো কুবি প্রশাসন, প্রক্রিয়া নিয়ে বিতর্ক

১৩

বিশ্বসেরা গবেষকদের তালিকায় রাবির ২৯৪ শিক্ষক 

১৪

ঝুঁকিতে পাবিপ্রবি; মেয়াদ নেই ৬৫ শতাংশ অগ্নি নির্বাপক যন্ত্রের

১৫

ফের সাতদিনের রিমান্ডে সালমান এফ রহমান

১৬

পাবিপ্রবির মেডিক্যাল সেন্টারে যেসব সেবা পাচ্ছে শিক্ষার্থীরা

১৭

ববিতে আয়োজন হতে চলেছে ক্যাম্পাস গরু পার্টির

১৮

সাংবাদিকদের সাথে শাবি উপাচার্যের মতবিনিময়

১৯

ইবির নতুন প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান 

২০