নিউজ ডেস্ক:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে একজন ‘অধ্যাপক’ ও একজন ‘সহযোগী’ অধ্যাপক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অধ্যাপক পদের প্রার্থীদের আগামী ৮ ডিসেম্বর এবং সহযোগী অধ্যাপক পদের প্রার্থীদের আগামী ৬ নভেম্বরের মধ্যে নির্ধারিত ফরমে সরাসরি আবেদন করতে হবে।
পদের নাম: অধ্যাপক;
বিভাগ: রসায়ন বিভাগ;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ৫৬,৫০০—৭৪,৪০০ টাকা (জাতীয় বেতন স্কেল-২০১৫);
আবেদনের যোগ্যতা
* প্রার্থীদের রসায়ন বিষয়ে উচ্চতর শিক্ষাগত যোগ্যতাসহ বিশিষ্ট পন্ডিত হতে হবে;
* সংশ্লিষ্ট বিষয়ে অবশ্যই পিএইচডি ডিগ্রি থাকতে হবে;
* অবশ্যই বিশ্ববিদ্যালয়ে ন্যূনতম ১২ বছরের শিক্ষাদানের অভিজ্ঞতা থাকতে হবে;
* ইন্ডেক্সড/ডিওআই (ডিজিটাল অবজেক্ট আইডেন্টিফায়ার) সম্বলিত মানসম্মত জার্নালে কমপক্ষে ১২টি গবেষণা প্রকাশনা থাকতে হবে;
* প্রিডেটোরি জার্নালে প্রকাশিত কোনো প্রবন্ধ গ্রহণ করা হবে না;
পদের নাম: সহযোগী অধ্যাপক;
বিভাগ: রসায়ন বিভাগ;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ৫০,০০০—৭১,২০০ টাকা (জাতীয় বেতন স্কেল-২০১৫);
আবেদনের যোগ্যতা
* প্রার্থীদের স্বনামধন্য বিশ্ববিদ্যালয় হতে রসায়ন বিষয়ে উচ্চতর শিক্ষাগত যোগ্যতাসহ পিএইচডি ডিগ্রি থাকতে হবে;
* বিশ্ববিদ্যালয়ে ন্যূনতম ৭ বছরের শিক্ষাদানের অভিজ্ঞতা থাকতে হবে;
* স্বনামধন্য গবেষণা প্রতিষ্ঠানে গবেষণা/বৈজ্ঞানিক কর্মকর্তা বা সমমান পদে কমপক্ষে ১৪ বছরের গবেষণার অভিজ্ঞতা থাকতে হবে;
* ইন্ডেক্সড/ডিওআই (ডিজিটাল অবজেক্ট আইডেন্টিফায়ার) সম্বলিত মানসম্মত জার্নালে কমপক্ষে ৭টি গবেষণা প্রকাশনা থাকতে হবে;
* প্রিডেটোরি জার্নালে প্রকাশিত কোনো প্রবন্ধ গ্রহণ করা হবে না;
আবেদনের নিয়ম:
পে-অর্ডার/ব্যাংক ড্রাফট এবং সার্টিফিকেট, মার্কশিট, প্রশংসাপত্র ও অভিজ্ঞতার প্রমাণপত্রের সত্যায়িত প্রতিলিপিসহ ১১ কপি দরখাস্ত অধ্যাপক পদের জন্য ৮ ডিসেম্বর ২০২৪ এবং সহযোগী অধ্যাপক পদের জন্য ৬ নভেম্বর ২০২৪ তারিখের মধ্যে রেজিস্ট্রার, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা-১০০০ বরাবর পৌঁছাতে হবে। চাকরিরত প্রার্থীদেরকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে দরখাস্ত পাঠাতে হবে।
আবেদন ফি:
আবেদন ফি হিসেবে ১০০০ টাকা সমপরিমাণের পে-অর্ডার/ব্যাংক ড্রাফট রেজিস্ট্রার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুকূলে পাঠাতে হবে।
আবেদনের শেষ তারিখ: অধ্যাপক পদে আবেদনের শেষ তারিখ আগামী ১২ ডিসেম্বর ২০২৪ এবং সহযোগী অধ্যাপক পদে আবেদনের শেষ তারিখ ৬ নভেম্বর ২০২৪।
আবেদন সংক্রান্ত অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
/ইএইচ
মন্তব্য করুন