এডুকেশন টাইমস:বিসিএসে মৌখিক পরীক্ষার (ভাইভা) নম্বর ২০০ থেকে ১০০ হচ্ছে। আজ বুধবার সচিব কমিটি সভায় এ সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে প্রজ্ঞাপন শিগগিরই জারি করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা । ।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. মানসুর হোসেন গণমাধ্যমকে জানান, বিসিএসের ভাইভার নম্বর ২০০ থেকে কমিয়ে ১০০ করা হচ্ছে। আজ সচিব কমিটিতে এ সিদ্ধান্ত হয়েছে। কিছুদিন আগে থেকেই ভাইভার নম্বর কমানোর উদ্যোগ নিয়েছিল সরকারি কর্ম কমিশন (পিএসসি)। মৌখিক পরীক্ষা ২০০ নম্বরের হয়। পিএসসি চায় এ নম্বর ১০০ করতে। সে ক্ষেত্রে বিসিএসের মোট ১১০০ নম্বরের পরিবর্তে ১০০০ নম্বর হবে। আগামী ৪৪তম বিসিএস থেকেই কার্যকর হতে পারে এটি ।
পিএসসির পক্ষ থেকে এ–সংক্রান্ত প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ে অনুমোদনের জন্য পাঠানো হয়। পিএসসির একটি সূত্র এ তথ্য জানিয়েছে। ওই সূত্র বলছে, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ প্রস্তাবের অনুমোদন পেলে বিসিএসের মৌখিক পরীক্ষায় এটি কার্যকর হবে। ৪৪তম বিসিএস থেকেই এটি শুরু হতে যাচ্ছে।
এসবিএ/