spot_img

কোটা সংস্কারের দাবিতে উত্তাল রোকেয়া বিশ্ববিদ্যালয়

এসম্পর্কিত আরো পড়ুন

নিয়োগ দিচ্ছে রূপায়ন গ্রুপ

বেরোবি প্রতিনিধি:

প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটাসহ ৫৬ শতাংশ কোটা পুনর্বহাল সংক্রান্ত আদালতের রায় প্রত্যাহার ও ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে দেশব্যাপী লাগাতার আন্দোলনের অংশ হিসেবে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ঢাকা-কুড়িগ্রাম মহাসড়কে পদযাত্রা করে এসময় রংপুরের প্রবেশদ্বার মর্ডাণ মোড় অবরোধ করেন।

- বিজ্ঞাপন -

বুধবার (৩ জুলাই) সকাল নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক অতিক্রম করে বিশ্ববিদ্যালয়ের ১নং গেট হয়ে পার্কের মোড় প্রদক্ষিণ করে মর্ডান মোড়ে এসে জড়ো হয়ে সড়ক অবরোধ করে বেলা ১২টার দিকে নগরীর পার্কের মোড় সংলগ্ন বিশ্ববিদ্যালয়ের প্রধাণ ফটকে জড়ো হয়ে দাবি এবং স্লোগান দিতে থাকেন বিক্ষুদ্ধ শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে।
এ বিষয়ে আন্দোলনরত শিক্ষার্থী শাহরিয়ার সোহাগ বলেন, যে সময়ে আমাদের লেখাপড়া আর গবেষণায় ব্যাস্ত থাকার কথা আমার সেই সময়ে আমাদের শিক্ষা ব্যাবস্থা এবং আমাদের ভবিষ্যৎকে বাচাঁতে রাজপথে কোটা সংস্কারের আন্দোলন করছি।
আন্দোলনের পরবর্তী কর্মসূচী কেমন হবে জানতে চাইলে তিনি বলেন, আগামীকাল কোটা বিষয়ক রায়ের উপর আমাদের আন্দোলনের পরবর্তী গতিবিধি নির্ভর করবে।

বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ‘কোটা না মেধা-মেধা মেধা’, আপোষ না সংগ্রাম-সংগ্রাম সংগ্রাম’, ‘আঠারোর পরিপত্র-পুনর্বহাল করতে হবে’, ‘কোটাপ্রথা নিপাত যাক-মেধাবীরা মুক্তি পাক’, ‘সারা বাংলায় খবর দে-কোটাপ্রথার কবর দে’, ‘আমার সোনার বাংলায়-বৈষম্যের ঠাই নাই’, ‘জেগেছে রে জেগেছে-ছাত্র সমাজ জেগেছে’, ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

শিক্ষার্থীরা সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিলসহ ৪টি দাবি তুলে ধরেন। এর আগে গতকাল একই দাবিতে পদযাত্রা করেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী। পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে প্রায় ঘণ্টাখানেক অবস্থান করেছিলেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

 

ইএইচ/

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img