এডুকেশন টাইমস ডেস্ক: এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেমের (ইপিএস) আওতায় সরকারিভাবে দক্ষিণ কোরিয়ার উৎপাদনশিল্প খাতে বাংলাদেশি কর্মী নিয়োগের লক্ষ্যে কোরিয়ান ভাষা পরীক্ষায় উত্তীর্ণ ব্যক্তিদের স্কিল টেস্ট পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।
বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এইচআরডি কোরিয়ার তথ্য মোতাবেক আগে এলে আগে পাবেন ভিত্তিতে (উৎপাদনশিল্প) কোরিয়ান ভাষা পরীক্ষায় উত্তীর্ণ ব্যক্তিদের স্কিল টেস্ট ১ সেপ্টেম্বর থেকে শুরু হবে। এইচআরডি কোরিয়া থেকে চূড়ান্ত সময়সূচিপ্রাপ্তি সাপেক্ষে বোয়েসেলের ফেসবুক পেজে প্রকাশ করা হবে। সংশ্লিষ্ট সবাইকে প্রস্তুত থাকার জন্য পরামর্শ দেওয়া হলো।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্কিল টেস্টের সম্ভাব্য তারিখ ঘোষণার পরিপ্রেক্ষিতে এইচআরডি কোরিয়া জানিয়েছে, স্কিল টেস্টের চূড়ান্ত তারিখ ঘোষণা নির্ভর করবে বাংলাদেশে সৃষ্ট পরিস্থিতি উন্নতির ওপর।
সরকারিভাবে দক্ষিণ কোরিয়ায় কর্মী পাঠানোর জন্য কয়েক ধাপে প্রার্থী নির্বাচন করে বোয়েসেল। দক্ষিণ কোরিয়া ও বাংলাদেশ সরকারের মধ্যে ২০০৭ সালে কর্মী পাঠানোর বিষয়ে সমঝোতা চুক্তি হয়। এ চুক্তির ভিত্তিতে ২০০৮ সাল থেকে দেশটিতে দক্ষ কর্মী পাঠানো শুরু করে বাংলাদেশ।
বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) ও দক্ষিণ কোরিয়া সরকারের হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট সার্ভিস অব কোরিয়া (এইচআরডি কোরিয়া) কর্মী পাঠানোর কার্যক্রম বাস্তবায়ন করছে।
সরকারিভাবে স্বল্প খরচে দক্ষিণ কোরিয়ায় যেতে আরও বিস্তারিত তথ্য জানতে সরাসরি যোগাযোগ করতে পারেন বোয়েসেলের ইপিএস শাখায়। ঠিকানা: বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল), ৭১-৭২ ইস্কাটন গার্ডেন, প্রবাসীকল্যাণ ভবন (চতুর্থ তলা) রমনা, ঢাকা-১০০০। ফোন: ৪৮৩১৯১২৫, ৪৮৩১৭৫১৫, ৫৮৩১১৮৩৮। ওয়েবসাইট: www.boesl.gov.bd।
এসএস/
মন্তব্য করুন