মিল্লাত প্রতিনিধি: আজ মঙ্গলবার সকাল ৮ টায় তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ২০২৫ সাংস্কৃতিক পক্ষ উদ্বোধন হয়েছে। উক্ত সাংস্কৃতিক পক্ষ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী’র সম্মানিত অধ্যক্ষ ড. হিফজুর রহমান, প্রধান অতিথি হিসেবে সাংস্কৃতিক পক্ষের শুভ উদ্বোধন করেন তা’মীরুল মিল্লাত ট্রাস্টের সভাপতি, দেশ বরেণ্য শিক্ষাবিদ প্রফেসর ড. কোরবান আলী।
প্রধান অতিথি উদ্বোধনী বক্তব্যে বলেন, মিল্লাতের শিক্ষার্থীদের পরকালীন এবং জাগতিক উভয় বিষয়ে পারদর্শী হয়ে বিশ্ব নেতৃত্ব দিতে হবে। মিল্লাতের শিক্ষার্থীদের সকল বিষয়ে যোগ্যতা অর্জন করে দেশের সর্বোচ্চ পর্যায়ে পদে আসীন হয়ে দেশ পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী গাজীপুর মহানগর আমীর অধ্যাপক জামাল উদ্দীন। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্র সংসদ (টাকসু)’র বর্তমান এবং সাবেক ভিপি এবং অন্যান্য শিক্ষকবৃন্দ। উল্লেখ্য সাংস্কৃতিক পক্ষ আগামী ২২ জানুয়ারি পর্যন্ত নিয়মিত ভাবে বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হবে।
এসএস/