spot_img

মাদরাসা শিক্ষার্থীদের বৃত্তির জন্য তথ্য হালনাগাদের নির্দেশনা

এসম্পর্কিত আরো পড়ুন

এডুকেশন টাইমস ডেস্ক: মাদরাসার মেধা- সাধারণ বৃত্তিপ্রাপ্ত নিয়মিত ও অ্যাকাউন্ট বাউন্সব্যাক হওয়া শিক্ষার্থীদের টাকা গর্ভমেন্ট টু পারসন (জিটুপি) পদ্ধতির ইলেকটনিক্স ফান্ড ট্রান্সফারে (ইএফটি) পাঠানোর জন্য ভুল তথ্য সংশোধনের নির্দেশনা দেয়া হয়েছে। একইসঙ্গে নতুন শিক্ষার্থীদের তথ্য ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমে (এমআইএস) হালনাগাদ করতে হবে। এমন নির্দেশনা জানিয়ে সব মাদরাসা প্রধানকে চিঠি পাঠানো হয়েছে।

সোমবার মাদরাসা শিক্ষা অধিদপ্তরে উপ-পরিচালক (অর্থ) মো. আবুল বাসার স্বাক্ষরিত চিঠিতে এতথ্য জানানো হয়।

- বিজ্ঞাপন -

চিঠিতে বলা হয়েছে, অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক রাজস্ব খাতভুক্ত সব ধরণের বৃত্তির টাকা গর্ভমেন্ট টু পারসন (জিটুপি) পদ্ধতিতে অনলাইনে ইলেকটনিক্স ফান্ড ট্রান্সফারে (ইএফটি) সরাসরি শিক্ষার্থীদের ব্যাংক হিসাবে পাঠানোর কার্যক্রম চলমান রয়েছে। কিন্তু কিছু মাদরাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর তথ্য এখনো এন্ট্রি করেননি এবং কিছু শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠানো তথ্য ব্যাংক হিসাব নম্বর ও শাখার নাম, পরীক্ষার খ্রিষ্টাব্দসহ বিভিন্ন ধরনের ভুল রযেছে। এছাড়া কিছু শিক্ষার্থীর ব্যাংক হিসাব নম্বর, রাউটিং নম্বরসহ ব্যাংক সংক্রান্ত কিছু তথ্য যথাযথ না থাকায় ইএফটি বাউন্স ব্যাক হয়েছে। যে সব শিক্ষার্থীর উপবৃত্তির টাকা বাউন্সব্যাক বা রির্টান হয়েছে তাদেররকে ফের টাকা পাঠানো জন্য সংশ্লিষ্ট অ্যাকাউন্ট নম্বর-প্রাসঙ্গিক তথ্য সংশোধন করা প্রয়োজন।

/ইএইচ

 

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img