spot_img

ওবায়দুল কাদের কী আটক হয়েছেন?

এসম্পর্কিত আরো পড়ুন

শাকিল শাহরিয়ার: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে আটকের গুঞ্জন উঠেছে।

মঙ্গলবার (১৩ আগস্ট) সন্ধ্যা সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন সংবাদমাধ্যমে এমন গুঞ্জন চলছে।

- বিজ্ঞাপন -

এ নিয়ে বেশ কিছু গণমাধ্যম সংবাদ প্রচারিত হলেও আইনশৃঙ্খলা বাহিনী থেকে এ খবরের সত্যতা নিশ্চিত করা যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ওবায়দুল কাদেরকে আটকের কিছু ছবি দেখা যাচ্ছে। যার সত্যতা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

অন্যদিকে গত ৫ আগস্ট সোমবার শেখ হাসিনার পদত্যাগের আগে রোববার রাতেই তিনি সিঙ্গাপুরের একটি ফ্লাইটে দেশ ছেড়েছেন বলেও গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

প্রবল গণআন্দোলনের মধ্যে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর মন্ত্রিপরিষদের সদস্য থেকে শুরু করে বেশিরভাগ আওয়ামী লীগ নেতা আত্মগোপনে চলে যান। আত্মগোপনে ছিলেন ওবায়দুল কাদেরও। এরই মধ্যে তাকে গ্রেফতারের গুঞ্জন উঠেছে।

এদিকে, একই দিন সন্ধ্যায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেফতারের তথ্য জানায় পুলিশ।

এসএস/

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img