spot_img

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম পুনর্গঠনে চার টিম

এসম্পর্কিত আরো পড়ুন

এডুকেশন টাইমস ডেস্ক: কোটা সংস্কার আন্দোলন ও পরবর্তীতের সরকার পতনের আন্দোলনে শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে পুনর্গঠনের জন্য নতুন করে চারটি টিম গঠন করা হয়েছে।

আজ সোমবার (১৯ আগস্ট) বিকেলে এক সংবাদ বিবৃতি বিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদার। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে পুনর্গঠনের জন্য অর্গানাইজিং উইং, প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন উইং, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন উইং ও অথরাইজেন নামে ৩১ সদস্যবিশিষ্ট চারটি টিম গঠন হয়।

- বিজ্ঞাপন -

চার টিমের মধ্যে অর্গানাইজিং উইংয়ে আবু বাকের মজুমদার, আবদুল হান্নান মাসুদসহ রয়েছেন মোট আটজন। প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন উইংয়ে হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, আব্দুল কাদের, মাহিন সরকারসহ রয়েছেন ১৮ জন, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন উইংয়ে তিনজন এবং অথরাইজেশন টিমে রয়েছেন সারজিস আলম ও আবু বাকের মজুমদার।

এক বিবৃতিতে বলা হয়েছে, এই টিমগুলো মূলত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মকে পুনর্গঠন করার লক্ষ্যে কাজ করবে। ইতোমধ্যে আমাদের সমর্থনে গঠিত সমন্বয়ক কমিটিগুলো বহাল থাকবে এবং বিভিন্ন পরিসরে নতুনভাবে সব কমিটি পুনর্গঠন করা হবে।

শৃঙ্খলা রক্ষা এবং ভুয়া সমন্বয়ক বিভ্রান্তি দূর করতে বর্তমান কমিটিগুলোর অথরাইজেশন এবং নতুন কমিটি গঠনে কাজ করবে। ছাত্র-জনতার অভ্যুত্থান রক্ষা এবং জনমানুষের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করে যাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

এসআই/

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img