spot_img

সাবেক বিচারপতি মানিকের অস্ত্রোপচার সম্পন্ন

এসম্পর্কিত আরো পড়ুন

এডুকেশন টাইমস ডেস্ক: সিলেটের আদালতে মারধরে কারণে গুরুতর আহত হয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার শরীরের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।

শনিবার (২৪ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে তার শরীরের অস্ত্রোপচার সম্পন্ন হয়। এর আগে তিনি কারাগারে অসুস্থ হলে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের দ্বিতীয় তলার আইসিইউতে ভর্তি করা হয়। এ সময় সাবেক এই বিচারপতির শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে হাসপাতাল সূত্র জানায়।

- বিজ্ঞাপন -

সিলেটের ডিআইজি (প্রিজন) মো. ছগির মিয়া কালবেলাকে বলেন, সাবেক বিচারপতি মানিকের অবস্থা আশঙ্কাজনক। মারধরে তার শরীরের অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়েছে। একটি অণ্ডকোশ ফেটে গেছে। হাসপাতালে তার চিকিৎসা চলছে। কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে তার চিকিৎসা চলছে।

সিলেট ওসমানী মেডিকেল কলেজের সহকারী পরিচালক ডা. জলিল কায়সার খোকন কালবেলাকে বলেন, মারধরের কারণে সাবেক বিচারপতি মানিকের অণ্ডকোশ ছিঁড়ে যায়। পরে তা অস্ত্রোপচার করা হয়। একই সঙ্গে তার শরীরে জখম ও কাটাছেঁড়া আছে। সেই সঙ্গে তার উচ্চ রক্তচাপও রয়েছে।

তিনি বলেন, সেনাবাহিনীসহ পুলিশ সাবেক বিচারপতির নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। সেই সঙ্গে হাসপাতাল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

হাসপাতালের পরিস্থিতিও নিয়ন্ত্রণ করতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মাহবুবুর রহমান ভুঁইয়া, সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) জাবেদুর রহমান, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. জলিল কায়সার, সিলেট মেট্রো পলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) মাহবুবুল আলম, কোতোয়ালি থানার সহকারী পুলিশ কমিশনার গোলাম মোস্তফাসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসএস/

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img