spot_img

বন্যায় বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা

এসম্পর্কিত আরো পড়ুন

এডুকেশন টাইমস ডেস্ক: বন্যায় বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (২৫ আগস্ট) আওয়ামী লীগ দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

- বিজ্ঞাপন -

বাংলাদেশের সাম্প্রতিক বন্যায় গভীর উদ্বেগ প্রকাশ করে শেখ হাসিনা দলের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মী, সমর্থকসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক শ্রেণি-পেশার বিত্তবান মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।

বিবৃতিতে তিনি বলেন, হঠাৎ এই বন্যা দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে কয়েকটি জেলায় মারাত্মক আকার ধারণ করেছে। এই দুর্যোগ মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বন্যাদুর্গতদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

শেখ হাসিনা আরও বলেন, বিগত দিনে বন্যা মোকাবিলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এগিয়ে এসেছিল বলে বন্যার্তদের সহযোগিতা করতে পেরেছিলাম এবং বন্যাপরবর্তী পরিস্থিতি মোকাবিলায় সফল হয়েছিলাম। গত জুলাই মাসের প্রথম সপ্তাহে এমন একটি বিপজ্জনক বন্যার শঙ্কায় আগাম প্রস্তুতি নিতে আমি সবাইকে নির্দেশ দিয়েছিলাম।

বন্যায় মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনা করে শেখ হাসিনা তাদের পরিবারের সব সদস্যের প্রতি সমবেদনা জানান এবং ধৈর্য ধারণ করার আহ্বান করেন। এর আগে দলের পক্ষ থেকে গত বৃহস্পতিবার বন্যার্তদের পাশে দাঁড়াতে আহ্বান জানানো হয়। সে আহ্বানে সাড়া দিয়ে দলের তৃণমূলের নেতাকর্মীরা বন্যার্তদের পাশে দাঁড়ায়।

এসএস/

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img