নিউজ ডেস্ক:
আনসার সদস্যদের আন্দোলনের কারণে টানা সাড়ে ৮ ঘণ্টা ধরে অবরুদ্ধ হয়ে আছেন সচিবালয়ে কর্মরত বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। সেখানে সরকারের কয়েকজন উপদেষ্টা এবং সমন্বয়করা রয়েছেন বলেও জানা গেছে। তবে তারা বের হতে পারছেন না। এমন পরিস্থিতিতে কর্মকর্তা-কর্মচারীদের উদ্ধারে সচিবালয়ে গেছেন শিক্ষার্থীরা।
রোববার (২৫ আগস্ট) রাত ৯টা ২০ নাগাদ সেখানে আনসার এবং শিক্ষার্থীদের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এর আগে আনসার সদস্যরা সকাল থেকে সচিবালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। একপর্যায়ে দুপুর ১২টা থেকে তারা সচিবালয়ে ঢুকে সকলকে অবরুদ্ধ করে রাখের। এতে করে সবগুলো গেট বন্ধ হয়ে যায়। বিকেল ৫টায় অফিস ছুটি হলেও কর্মকর্তা-কর্মচারীরা বের হতে পারছেন না।
/ইএইচ