নিউজ ডেস্ক:
চাকরি জাতীয়করণের দাবিতে টানা দুই দিন ধরে আন্দোলন করছেন আনসার সদস্যরা। ২৫ আগস্ট (রোববার) দুপুর ১২টার পর দাবি আদায়ে সচিবালয়ের বিভিন্ন ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি শুরু করেন আনসার সদস্যরা। ফলে কেউ ঢুকতে বা বের হতে পারছিলেন না সচিবালয়ে। তাদের এ আন্দোলনে রাজধানীর বিভিন্ন সড়কে তীব্র যানজট তৈরি হয়। সাধারণ মানুষ পড়েন ব্যাপক ভোগান্তিতে।
আন্দোলনের একপর্যায়ে আনসার সদস্যরা বাধা উপেক্ষা করেই প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে ঢুকে পড়েন। এরপর তাঁদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
বৈঠকের পর স্বরাষ্ট্র উপদেষ্টা গণমাধ্যমকে জানান, আনসারদের ৬ মাসের রেস্ট প্রথা আর থাকবে না। এটি বাতিলের প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। জাতীয়করণের দাবি সুপারিশ কমিটির রিপোর্টের ভিত্তিতে বিবেচনা করা হবে।
তবে পরবর্তীতে সচিবালয় থেকে অবরোধ তুলে নেয়নি আন্দোলনকারী আনসার সদস্যরা। এ সময় তাদের অবরোধে সচিবালয়ে আটকা পড়েন সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহসহ বিভিন্ন মন্ত্রণালয়ের হাজারের বেশি কর্মকর্তা–কর্মচারী।
দাবি আদায় না হওয়া পর্যন্ত সচিবালয় থেকে কাউকে বের হতে দেবেন না এবং কাউকে প্রবেশ করতে দেবেন না বলেও ঘোষণা দেন আন্দোলনকারী আনসার সদস্যরা। এমন খবর ছড়িয়ে গেলে শিক্ষার্থীরা বিভিন্ন হল থেকে লাঠিসোঁটা নিয়ে রাজু ভাস্কর্যে জড়ো হন। ছোট-বড় দল হয়ে বিভিন্ন স্লোগানও দেন তারা।আনসার সদস্যদের প্রতিহত করতে তাঁরা মিছিল নিয়ে সচিবালয় এলাকায় যান।
এসময় রাত ৯টা ৫০ মিনিটের দিকে আনসার সদস্যদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে অন্তত ৩০ জন আহত শিক্ষার্থী ও আনসার সদস্যকে চিকিৎসা দেয়া হয়েছে বলে জানা গেছে।
/ইএইচ