নিউজ ডেস্ক:
অবৈধ এবং ২০০৯ সাল থেকে লাইসেন্স প্রাপ্ত বৈধ সব অস্ত্র থানায় জমা দিতে হবে আজ মঙ্গলবার সন্ধ্যার মধ্যে। এরপর আগামীকাল বুধবার থেকে যৌথ অভিযানে মাঠে নামবে আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশের বিশেষ শাখার তথ্য অনুসারে, চলতি বছরের জানুয়ারি পর্যন্ত সারা দেশে বৈধ অস্ত্রের সংখ্যা ৫০ হাজারের বেশি।
এবিষয়ে, বাংলাদেশ পুলিশের সাবেক উপ-পুলিশ মহাপরিদর্শক আব্দুল্লাহ আল-আজাদ চৌধুরি বলেন, ‘ডিপার্টমেন্টের হারানো ভাবমূর্তি উদ্ধারে এবার সবাই তৎপর। সবাই আন্তরিক। এবারের যৌথ অভিযান আশা করছি যথাযথ হবে।’
উল্লেখ্য, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পর থেকে দেশের বিভিন্ন স্থানে থানাগুলোতে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ হয়। লুট করা হয় পুলিশের অস্ত্র-গোলাবারুদ। পরে আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযানে কিছু উদ্ধার হলেও পাওয়া যায়নি বেশিরভাগই।
/ইএইচ