spot_img

ঐতিহাসিক হোয়াইটওয়াশের পর টাইগারদের প্রধান উপদেষ্টার অভিনন্দন

এসম্পর্কিত আরো পড়ুন

এডুকেশন টাইমস ডেস্ক: পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। এমন ঐতিহাসিক মুহূর্তে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ফোন পেয়েছেন স্বয়ং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস মঙ্গলবার জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ফোনে ফোন করে তাকে এবং দলকে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে বাংলাদেশ ছয় উইকেটে জয়ের পর প্রধান উপদেষ্টা শান্তকে বলেন, ‘সরকার এবং আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। পুরো জাতি আপনাকে নিয়ে গর্বিত।’

- বিজ্ঞাপন -

এর আগে জয়ের পরপরই ভিডিও বার্তায় বাংলাদেশকে দলকে অভিনন্দন জানিয়েছেন, ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া। বাংলাদেশ দলের এমন নির্ভার ক্রীড়া নৈপুণ্যে উপদেষ্টা বলেন, ‘দুর্নীতি এবং রাজনৈতিক বলয় থেকে ক্রীড়াঙ্গনকে মুক্ত রাখলে দেশের ক্রীড়া ক্ষেত্রে আরো সাফল্য আসবে। সরকার সেজন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।’

এসএস/

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img