নিউজ ডেস্ক:
রাজধানীর বঙ্গবাজার এলাকায় শপিং মার্কেটে সিন্ডিকেটের চাঁদাবাজির প্রতিবাদ করায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) সভাপতি আল সাদী ভূঁইয়াসহ বেশ কয়েকজনের ওপর হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেলে বঙ্গ-ইসলামিয়া সুপার মার্কেটে এ ঘটনা ঘটে।
পরে আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আল সাদী ভূঁইয়া ছাড়া আহত আরেকজন হলেন মো. নাহিদ। তিনি জাগো নিউজের নিজস্ব প্রতিবেদক হিসেবে কর্মরত। এছাড়া হামলায় এক ব্যবসায়ীও আহত হয়েছেন বলে জানা গেছে।
এ বিষয়ে আল সাদী ভূঁইয়া বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সেখানকার আওয়ামী লীগের লোকজন বিএনপির লোক সেজে হামলা করেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দীন শাওন বলেন, হামলার খবর শুনে আমরা আহত দুইজনকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে এসেছি। বর্তমানে তারা চিকিৎসা নিচ্ছেন। আমরা এ ঘটনার নিন্দার পাশাপাশি বিচারও দাবি করছি।
এই হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে আজ রাত সাড়ে ৮টায় ঢাবির রাজু ভাস্কর্যে ছাত্র-জনতার বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
/ইএইচ