নিউজ ডেস্ক
মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন জনপ্রিয় ইসলামি বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী। বুধবার (২ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফায়েড পেজে তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেন।
সন্ধ্যা সাড়ে ৬টার পর দেয়া ওই পোস্টে আজহারী বলেন, ‘আলহামদুলিল্লাহ, সালামাতে প্রিয় মাতৃভূমিতে এসে পৌঁছালাম। পরম করুণাময় এই প্রত্যাবর্তনকে বরকতময় করুন। দুআর নিবেদন।’ এর আগে, গত ৬ আগস্ট শিগগির দেশে ফিরছেন বলে জানিয়েছিলেন মাওলানা মিজানুর রহমান আজহারী।
উল্লেখ্য, ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ থেকে মালয়েশিয়া চলে যাওয়ার ঘোষণা দেন জনপ্রিয় এই ইসলামি বক্তা। এরপর থেকে মালয়েশিয়াতেই অবস্থান করছিলেন তিনি।
/ইএইচ
মন্তব্য করুন